Advertisement
১৪ জুন ২০২৪
Taj Trapezium Zone

তাজমহলের আধ কিলোমিটারের মধ্যে পেট্রোল এবং ডিজেলযান নিষিদ্ধ

শ্বেত পাথরের তৈরি তাজমহল কার্বনের প্রভাবে ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। যার জন্য মূলত দায়ী পেট্রোল ও ডিজেল চালিত যানবাহনগুলিই। কারণ, পেট্রোল ও ডিজেল চালিত যানবাহনগুলির ধোঁয়ায় বাতাসে বেড়ে চলেছে কার্বনের মাত্রা।

শ্বেত পাথরের তৈরি তাজমহল কার্বনের প্রভাবে ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে।—ফাইল চিত্র।

শ্বেত পাথরের তৈরি তাজমহল কার্বনের প্রভাবে ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৭ ১৭:২৬
Share: Save:

দূষনের হাত থেকে দেশের অন্যতম সেরা স্থাপত্যকে রক্ষা করতে কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় পরিবেশমন্ত্রক। পেট্রোল এবং ডিজেলচালিত যানবাহন এ বার নিষিদ্ধ হল তাজমহল সংলগ্ন এলাকায়। দ্য তাজ ট্র্যাপিজিয়াম জোন (টিটিজেড) কর্তৃপক্ষের তরফ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাজমহল সংলগ্ন ৫০০মিটার এলাকায় পেট্রোল ও ডিজেলের গাড়ির উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার লোকসভার অধিবেশনে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী হর্ষবর্ধন লিখিত ভাবে এ কথা জানিয়েছেন।

হর্ষবর্ধন জানিয়েছেন, শ্বেত পাথরের তৈরি তাজমহল কার্বনের প্রভাবে ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। যার জন্য মূলত দায়ী পেট্রোল ও ডিজেল চালিত যানবাহনগুলিই। কারণ, পেট্রোল ও ডিজেল চালিত যানবাহনগুলির ধোঁয়ায় বাতাসে বেড়ে চলেছে কার্বনের মাত্রা। তিনি আরও জানান, তাজমহলের সৌন্দর্য অটুট রাখতে একাধিক গবেষণা করা হয়েছে। এই গবেষণাগুলি থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাজমহল পর্যন্ত পেট্রোল বা ডিজেলচালিত যে সব হাল্কা গাড়ি যাতায়াত করে, সেগুলিকে সিএনজি-তে পরিবর্তন করতে বলা হয়েছে।

আরও পড়ুন: মিছিলের মুখ বাবা-হারা অনিলরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE