Advertisement
১৯ মে ২০২৪

চিনকে কড়া বার্তা প্রণবের

বেজিং যাওয়ার আগে সন্ত্রাসবাদের প্রশ্নে চিনকে কড়া বার্তা দিলেন প্রণব মুখোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ০৩:০৬
Share: Save:

বেজিং যাওয়ার আগে সন্ত্রাসবাদের প্রশ্নে চিনকে কড়া বার্তা দিলেন প্রণব মুখোপাধ্যায়।

সম্প্রতি জইশ-ই-মহম্মদ নেতা মাসুদ আজহারের পাশে দাঁড়িয়েছে চিন। রাষ্ট্রপুঞ্জের জঙ্গি তালিকায় মাসুদকে রাখা নিয়ে ভারতের দাবিতে জল ঢেলে দিয়েছে বেজিং। এ নিয়ে সরাসরি ক্ষোভ জানিয়েছে নয়াদিল্লি। আজ রাষ্ট্রপতি সরকারের সেই অবস্থানকেই তুলে ধরে তাঁর আসন্ন সফরের (২৪ থেকে ২৭ মে) সুর বেঁধে দিলেন। চিনের একটি সংবাদমাধ্যমে প্রণব মুখোপাধ্যায় মন্তব্য করেছেন, ‘‘সন্ত্রাসবাদকে কোনও দেশেরই মদত দেওয়া উচিত নয়। ভারত এবং চিন –দু’টিই বড় দেশ। তারা যদি একসঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আমি নিশ্চিত তার প্রভাব পড়বে।’’ রাষ্ট্রপতি এমন সময়ে সফরে যাচ্ছেন যখন দু’দেশের সম্পর্কের টানাপড়েন তুঙ্গে। পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এন এস জি) ভারতের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে বেজিংয়ের বিবৃতি উষ্মা বাড়িয়েছে নয়াদিল্লির। চিন জানিয়েছে, গোষ্ঠীতে ঢুকতে হলে ভারতকে পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তিতে (এনপিটি) সই করতে হবে। সূত্রের খবর, জুন মাসে এনএসজি-র বার্ষিক অধিবেশনে এই নিয়ে সোচ্চার হবে নয়াদিল্লি। তার আগে চিনের সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি প্রসঙ্গটি তুলবেন। ছ’বছর পর ভারতের কোনও রাষ্ট্রপতি চিন সফরে যাচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

china pranab
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE