Advertisement
০২ মে ২০২৪
Rahul Gandhi

রাহুলের জামিন মঞ্জুর, শাহের বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য মামলায় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা

২০১৮ সালের ৪ অগস্ট রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা বিজয় মিশ্র। তাঁর অভিযোগ ছিল, শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন রাহুল। উত্তরপ্রদেশের সুলতানপুরের আদালত সেই মামলায় জামিন দিল রাহুলকে।

Rahul Gandhi gets bail in 2018 defamation case for remarks against Amit Shah

পাঁচ বছর পুরনো মামলায় স্বস্তি পেলেন রাহুল গান্ধী। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৮
Share: Save:

লোকসভা নির্বাচনের আগে স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৮ সালের এক মামলায় জামিন পেলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তি মামলা হয়েছিল উত্তরপ্রদেশের আদালতে। মঙ্গলবার সেই মামলায় উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ আদালত রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করল।

পাঁচ বছর আগে অর্থাৎ, ২০১৮ সালের ৪ অগস্ট রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা বিজয় মিশ্র। তাঁর অভিযোগ ছিল, শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন রাহুল। উত্তরপ্রদেশের সুলতানপুরে সাংসদ-বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালতে সেই মামলার শুনানি চলছিল।

মামলাকারীর সে সময় অভিযোগ ছিল, ‘‘রাহুল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্য করেছেন। শাহকে ‘খুনি’ বলে অভিযোগ তুলে রাহুল আক্রমণ করেছেন, যা একেবারেই ঠিক নয়। আমি বিজেপি দলের একনিষ্ঠ কর্মী। তাই এই মন্তব্যের কড়া নিন্দা জানাচ্ছি। আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেছি।’’

এই মামলায় অতীতে রাহুলকে একাধিক বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার রাহুলের মামলার শুনানিতে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কংগ্রেস নেতার জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।

গত বছর মার্চ মাসে গুজরাতের সুরাত আদালত বিজেপি নেতা পূর্ণেশ মোদীর দায়ের করা মামলায় রাহুলকে দুই বছরের কারাবাসের সাজা দেয়। ফলে রাহুলের লোকসভার সদস্যপদ চলে যায়। পরে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেওয়ায় তিনি ফিরে পান সেই সদস্যপদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Congress BJP Bail Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE