Advertisement
১৯ মে ২০২৪
Rahul Gandhi

ব্রিগেড সমাবেশকে সমর্থন জানিয়ে ‘মমতাদি’কে চিঠি লিখলেন রাহুল

সমাবেশের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি নিজের বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও সামনে এনেছেন রাহুল। তা স্পষ্ট হয়েছে চিঠির একদম শেষে ‘মমতাদি’ সম্বোধনের মাধ্যমেই।

মমতাকে বার্তা রাহুলের। গ্রাফিক- তিয়াসা দাস।

মমতাকে বার্তা রাহুলের। গ্রাফিক- তিয়াসা দাস।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ১৪:০৬
Share: Save:

শনিবার ব্রিগেডের‘ইউনাইটেড ইন্ডিয়া র‌্যালি বা ঐক্যবদ্ধ ভারত’-এর সমাবেশকে সমর্থন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপির বিরুদ্ধে সারা দেশের সমস্ত বিরোধী শক্তি ঐক্যবদ্ধ বলেও এই চিঠিতে জানিয়েছেন কংগ্রেস সভাপতি। সমাবেশের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি নিজের বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও সামনে এনেছেন রাহুল। তা স্পষ্ট হয়েছে চিঠির একদম শেষে ‘মমতাদি’ সম্বোধনের মাধ্যমেই।

চিঠিতে রাহুল লিখেছেন, ‘ঐক্যবদ্ধ ভারতের লক্ষ্যে মমতাদি-র ব্রিগেড সমাবেশে আমার পূর্ণ সমর্থন আছে এবং এই সভা থেকেই ঐক্যবদ্ধ ভারতের বার্তা পৌঁছে দেওয়া যাবে বলেই আমার আশা।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘সারা দেশের সমস্ত বিরোধী শক্তি আজ ঐক্যবদ্ধ। সত্যিকারের জাতীয়তাবোধ এবং উন্নয়ন আসতে পারে গণতন্ত্র, সামাজিক উন্নয়ন এবং ধর্মনিরপেক্ষতার স্তম্ভের উপর দাঁড়িয়েই। এই ধারণাগুলিই ধ্বংস করতে চাইছে বিজেপি এবং মিস্টার মোদী।’

মমতাদিকে পাঠানো বার্তায় রাহুল বলেছেন,‘মোদী সরকারের মিথ্যা প্রতিশ্রুতি এবং ভুল নীতির কারণে সারা দেশের কোটি কোটি মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। তা থেকেই জন্ম নিচ্ছে রাগ এবং হতাশা। সবাই একটা নতুন ভবিষ্যতের আশা করছে। সেই ভবিষ্যৎ ভারতে নারী, পুরুষ, শিশু নির্বিশেষে সবার কথা শোনা হবে। সেখানে কোনও ধর্ম, প্রাদেশিকতা বা আর্থিক সক্ষমতার বিচারে কোনও মানুষকে দেখা হবে না।’সেই লক্ষ্যে আজ দেশের সমস্ত বিরোধী শক্তি ঐক্যবদ্ধ বলে মমতাকে পাঠানো বার্তায় জানিয়েছেন রাহুল। এই প্রসঙ্গে দেশের আদর্শ এবংমূল্যবোধ রক্ষায় বাঙালিদের ঐতিহাসিক ভূমিকাটির বিষয়টিও নিজের লেখা চিঠিতে তুলে ধরেছেন কংগ্রেস সভাপতি।

মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো রাহুল গাঁধীর চিঠি। ছবি: কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।

আরও পড়ুন: ‘খুব বেশি হলে ১২৫ বিজেপির’, আঞ্চলিক দলের উপরেই আস্থা তৃণমূল নেত্রীর

শনিবারের ব্রিগেড সমাবেশে কংগ্রেসের তরফে প্রতিনিধি হিসেবে মল্লিকার্জুন খড়্গের উপস্থিত থাকার কথা আগেই জানানো হয়েছে। আর যাঁরা উপস্থিত থাকবেন, তাঁরা হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল, এসপি নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা, শরদ পওয়ার এবং লালুপ্রসাদ যাদবের ছেলে এবং রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদব।

আরও পড়ুন: ১১ জনের গল্প ফাঁস হতেই কর্নাটকে ধরাশায়ী বিজেপি

ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE