Advertisement
১৯ মে ২০২৪

ভালবাসায় ভাসলেন রেবতী ছেত্রী

ভারত-সুন্দরীর খেতাব না জেতার দুঃখ কমল হাফলঙের রেবতী ছেত্রীর। নিজের শহরে দু’দিন ধরে সংবর্ধনার জোয়ারে ভেসে ভুললেন সেই দুঃখ। ছেলে-বুড়ো সবাই তাঁকে এক বার দেখতে ভিড় জমিয়েছেন। নিকটাত্মীয়-বন্ধুরা জড়িয়ে ধরেছেন। হাফলঙের নাম উজ্জ্বল করার কৃতিত্ব তাঁকে দিচ্ছেন অনেকেই।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ০৫ মে ২০১৫ ১৭:২৪
Share: Save:

ভারত-সুন্দরীর খেতাব না জেতার দুঃখ কমল হাফলঙের রেবতী ছেত্রীর। নিজের শহরে দু’দিন ধরে সংবর্ধনার জোয়ারে ভেসে ভুললেন সেই দুঃখ। ছেলে-বুড়ো সবাই তাঁকে এক বার দেখতে ভিড় জমিয়েছেন। নিকটাত্মীয়-বন্ধুরা জড়িয়ে ধরেছেন। হাফলঙের নাম উজ্জ্বল করার কৃতিত্ব তাঁকে দিচ্ছেন অনেকেই। ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় জায়গা পেয়েছিলেন রেবতী। চূড়ান্ত শেষ ১০ জনেও নাম ছিল তাঁর। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেননি। বিচারকরা তাঁকে দিয়েছ্নে ‘মিস পপুলার’ এবং ‘মিস মাল্টিমিডিয়া’র পুরস্কার। হাফলঙের মানুষ তাতেই সন্তুষ্ট। তাঁরা তাঁকে সে জন্যই সংবর্ধিত করেন। গোর্খা ছাত্র সংস্থা, ডিমাসা ছাত্র সংস্থা, শৈলপ্রবাহ-সহ বিভিন্ন সংস্থা-সংগঠন রেবতীকে ডেকেছে। তিনি যে প্রকৃতই ‘মিস পপুলার’— তার প্রমাণ মেলে ডিমা হাসাওয়ে। যেখানে রেবতী, সেখানেই ভিড় জমান মানুষ। রেবতী বললেন, ‘‘এত সম্মান পেলাম। মিস ইন্ডিয়া না-হওয়ার দুঃখ কেটে গেল। যেখানে যে যা বলুক না-কেন, নিজের শহরে এমন মর্যাদার আলাদা আনন্দ।’’ সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখানোর দিনগুলির কথা তুলে তিনি বলেন, ‘‘সাধারণত পরিবার সহজে অনুমতি দেয় না। তবে আমাকে কোনও বাধার মুখে পড়তে হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rewati chetri haflong miss india gorkha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE