Advertisement
১৮ মে ২০২৪

বিজেপি-তে এ বার বিদ্রোহী আর কে সিংহ, ঢোক গিললেন গডকড়ি

পথ দেখিয়েছিল মার্গদর্শক মণ্ডল! তোপ দেগেছিলেন লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর জোশী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৫ ১৭:১৮
Share: Save:

পথ দেখিয়েছিল মার্গদর্শক মণ্ডল!

তোপ দেগেছিলেন লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর জোশী।

এ বার সেই পথেই হাঁটলেন বিহারের বিজেপি সাংসদ প্রাক্তন স্বরাষ্ট্র সচিব আর কে সিংহ। বিহারে দলের ভরাডুবির জন্য প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াকেই শূলে চড়ালেন তিনি। বললেন, ‘‘প্রচুর অপরাধীকে ভোটে দাঁড় করানো হয়েছিল বলেই বিহারে ভোটারদের কাছে বিজেপি-র বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। দলের ভরাডুবি হয়েছে। আমার তো মনে হয়, ভোটে প্রার্থী করার ব্যাপারে অপরাধীদেরই প্রাধান্য দেওয়া হয়েছিল। অগ্রাধিকার দেওয়া হয়েছিল।’’

বিজেপি সাংসদ ‘ফ্রন্টফুটে’ খেললেও দলের প্রাক্তন সভাপতি নিতিন গডকড়ি কিছুটা ‘ব্যাকফুটে’ চলে গিয়ে বলেছেন, ‘‘বিহারে দলকে হারতে দেখে ভাল লাগেনি। তবে তার জন্য আমি কাউকে কোনও শাস্তি দিতে বলিনি।’’

দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ একটি সমীক্ষা চালিয়ে দেখেছে, বিহারে বিজেপি যে ১৫৭ জন প্রার্থীকে দাঁড় করিয়েছিল, তাঁদের মধ্যে ৯৫ জনের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। সেই ৯৫ জনের মধ্যে ৬০/৬৫ জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, ধর্ষণ, অপহরণ ও তোলাবাজির মামলা রয়েছে।

প্রাক্তন স্বরাষ্ট্র সচিব, বিজেপি সাংসদ বলেছেন, ‘‘দলটা যে এতটা নীচে নেমে এসেছে, এটা দেখে আমার খুব লজ্জা হচ্ছে। বিহারে যে ভাবে কার্যত বেছে বেছে অপরাধীদের দলের টিকিট দেওয়া হয়েছে, তার পর বিজেপি কোন মুখে দেশবাসীর সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলবে, তারা দেশকে একটা স্বচ্ছ প্রশাসন দিয়েছে?’’

গত লোকসভা ভোটে বিহারের আরা কেন্দ্র থেকে নির্বাচিত ৬২ বছর বয়সী বিজেপি সাংসদ কোনও রাখ-ঢাক না করেই বলেছেন, ‘‘আমি পইপই করে ভোটে অপরাধীদের দলের টিকিট দিতে বারণ করেছিলাম। কিন্তু কেউ আমার কথা শোনেননি। এমনও অনেকে টিকিট পেয়েছে যারা সামান্য কোনও অপরাধী নয়, যাদের খোঁজ-খবর দেওয়ার জন্য অতীতে প্রশাসন বহু বার পুরস্কার ঘোষণা করেছে। এমনও কেউ কেউ টিকিট পেয়েছে যারা টাকা কামাতে অতীতে বহু অপহরণের ঘটনায় জড়িয়েছে।’’

প্রসঙ্গত, বিজেপি সাংসদের নিজের জেলায় বিশ্বেশ্বর ওঝা নামে এ বার এমন এক জন ভোটে বিজেপি-র টিকিট পেয়েছিলেন, দশটি খুনের মামলা সহ যাঁর বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে।

তাঁর অবস্থান দলের কোন শিবিরে, তা বোঝাতে দ্বিধা না করে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব বলেছেন, ‘‘বিহারে ভোটের ফলাফল ঘোষণার পর আডবানীজী ও জোশীজী (মুরলী মনোহর জোশী) যা বলেছেন, ঠিকই বলেছেন। সেটাই তো মার্গদর্শক মণ্ডলীর কাজ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rk singh nitin gadkari delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE