Advertisement
০২ মে ২০২৪
Trekker

Trekkers Missing in Kinnaur: কিন্নরে পর্বতারোহণে গিয়ে নিখোঁজ ১৭, তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও বন দফতর

খবর দেওয়া হয়েছে ভারত তিব্বত সীমান্ত পুলিশকেও। তারাও তল্লাশি অভিযানে সাহায্য করছে বলে জানিয়েছে হিমাচল প্রদেশ প্রশাসন।

প্রতীকী চিত্র

সংবাদ সংস্থা
শিমলা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১১:২০
Share: Save:

হিমাচল প্রদেশের কিন্নরে পর্বতারোহণে গিয়ে নিখোঁজ ১৭ জন পর্বতারোহী। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বন দফতর। খবর দেওয়া হয়েছে ভারত তিব্বত সীমান্ত পুলিশকেও। তারাও তল্লাশি অভিযানে সাহায্য করছে বলে জানিয়েছে প্রশাসন।

কিন্নরের এক সরকারি আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, গত ১৪ অক্টোবর উত্তরাখণ্ডের উত্তরকাশী থেকে কিন্নরের উদ্দেশে রওনা দেয় পর্বতারোহীদের দলটি। কিন্তু ১৭ থেকে ১৯ অক্টোবরের মধ্যে লামখাগা গিরিপথের কাছে নিখোঁজ হয়ে যান তাঁরা। এই গিরিপথের মাধ্যমে কিন্নর থেকে উত্তরাখণ্ডের হর্ষিল যাওয়া যায়। ভারতের কঠিন গিরিপথগুলির মধ্যে এটি অন্যতম।

কিন্নরের ডেপুটি কমিশনার আবিদ হুসেন সাদিক জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে পুলিশ ও বন দফতর। দুর্গম এলাকায় তল্লাশির জন্য ভারত তিব্বত সীমান্ত পুলিশের কাছেও সাহায্য চায় প্রশাসন। তারাও তল্লাশি অভিযানে সাহায্য করছে বলে জানা গিয়েছে। যদিও এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত কারও খোঁজ পাওয়া যায়নি বলে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trekker Missing Kinnaur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE