Advertisement
২১ মে ২০২৪
Man Married Mother-in-law

শাশুড়িকে বিয়ে করলেন জামাই! নিজের হাতে ‘স্ত্রীদান’ করলেন শ্বশুর

স্ত্রীর মৃত্যুর পরেও শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াত ছিল সিকন্দরের। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই যাতায়াতের মধ্যেই শাশুড়ি গীতা দেবীর সঙ্গে সিকন্দরের প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৬:১৬
Share: Save:

শাশুড়িকে বিয়ে করে হুলস্থুল ফেলে দিলেন এক যুবক। শুধু তাই-ই নয়, শ্বশুর নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে জামাইয়ের সঙ্গে বিয়েও দেওয়ালেন। আজব এই ঘটনাটি ঘটেছে বিহারের বাঁকা জেলায়।

স্থানীয় সূত্রে খবর, বছর পঁয়তাল্লিশের শাশুড়ি গীতা দেবীকে বিয়ে করেছেন জামাই সিকন্দর যাদব। নবভারত টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, কাতোরিয়া থানার ধোবনি গ্রামের বাসিন্দা সিকন্দর। হীর মোতি গ্রামের গীতা দেবীর কন্যার বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু মাস কয়েক আগে সিকন্দরের স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর পরেও শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াত ছিল সিকন্দরের। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই যাতায়াতের মধ্যেই শাশুড়ি গীতা দেবীর সঙ্গে সিকন্দরের প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে।

প্রথম দিকে খুব একটা সন্দেহ প্রকাশ করেননি গীতা দেবীর স্বামী তথা সিকন্দরের শ্বশুর দিলেশ্বর দার্ভে। কিন্তু ঘন ঘন যাতায়াতে তাঁর সন্দেহ বাড়তে থাকে। স্থানীয় সূত্রে খবর, দু’জনের সম্পর্কের বিষয়টি গ্রামে জানাজানি হয়ে যায়। এমনকি দিলেশ্বরের কানেও সে কথা পৌঁছয়। তিনি বিষয়টি যাচাই করতে তক্কে তক্কে ছিলেন। এক দিন সুযোগ বুঝে দু’জনকে হাতেনাতে ধরেও ফেললেন। বিষয়টি নিয়ে দিলেশ্বর পঞ্চায়েতের দ্বারস্থ হন। একটি সালিশি সভা বসানো হয়। সিকন্দর, গীতা দেবী এবং দিলেশ্বরকে ডাকা হয়। পঞ্চায়েত এবং গ্রামবাসীদের সামনে শাশুড়ির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। তাঁদের দু’জনের সেই সম্পর্কে সম্মতি দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেওয়ান দিলেশ্বর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Marriage mother in law Bihar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE