Advertisement
২০ মে ২০২৪
Sonam Gupta Bewafa Hai

টাকায় লেখা ‘সোনম গুপ্ত বেওয়াফা’, চোখে পড়েছে কি?

ফিরে এলেন ‘বেওয়াফা সোনম গুপ্ত’। তবে আর ১০ বা ১০০ টাকা নয়, এ বার তিনি ফিরে এসেছেন ২০০০ টাকার হাত ধরে। হবে নাই বা কেন, এখন তো তিনি আবার ‘আন্তর্জাতিক বেওয়াফা’। কিছু মনে পড়ছে? বুঝতে পারছেন কার কথা বলছি?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ১৭:৩০
Share: Save:

ফিরে এলেন ‘বেওয়াফা সোনম গুপ্ত’। তবে আর ১০ বা ১০০ টাকা নয়, এ বার তিনি ফিরে এসেছেন ২০০০ টাকার হাত ধরে। হবে নাই বা কেন, এখন তো তিনি আবার ‘আন্তর্জাতিক বেওয়াফা’। কিছু মনে পড়ছে? বুঝতে পারছেন কার কথা বলছি?

হ্যাঁ, ঠিকই ধরেছেন। ‘আন্তর্জাতিক খ্যাতি’ সম্পন্ন এই মহিলা আর কেউ নন, সেই সোনম গুপ্ত। বছর খানেক আগে যাঁর নামাঙ্কিত ‘বেওয়াফা’ নোটটি হয়তো আপনিও দেখেছিলেন ইন্টারনেটে। যাতে হিন্দি হরফে বড় বড় করে লেখা ছিল ‘সোনম গুপ্ত বেওয়াফা হ্যায়’। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ‘বেওয়াফা’ নোটের কিনারা অবশ্য আজও হয়ে ওঠেনি। ২০০০টাকার নোটের হাত ধরে নতুন করে যা আবার ইন্টারনেটে ভাইরাল।

শুধু ভাইরালই নন, এ বার আরও এক ধাপ এগিয়ে নেট দুনিয়া সরাসরি তাঁকে ‘আন্তর্জাতিক বেওয়াফা’-র শিরোপাও পরিয়ে দিয়েছে। টুইটারে চোখ রাখলে এখন এমনই কিছু নজরে পড়বে আপনার। টুইটারে কখনও তাঁকে আন্তর্জাতিক বেওয়াফা বলা হচ্ছে তো কেউ আবার জানাচ্ছেন, ইংল্যান্ডের পর চিন আর নিউজিল্যান্ডও নাকি সোনম গুপ্তকে ‘বেওয়াফা’ ঘোষণা করে দিয়েছে।

কিন্তু কে এই সোনম গুপ্ত?

সঠিক উত্তরটা অবশ্য সকলেরই অজানা। তবে লেখাটার উৎপত্তি যে প্রেমে আঘাত পাওয়া কোনও ভগ্ন হৃদয়ের তা বেশ বোঝাই যায়। যে প্রেমিক নতুন করে কি না আবার দুনিয়ার কাছে সোনম গুপ্তের প্রতারণার কাহিনী তুলে ধরতে চান। কিন্তু তাঁর সেই ভগ্ন হৃদয়ের যন্ত্রণা কি ‘বেওয়াফা সোনমের’ কাছে আদৌ পৌঁছলো? সোনমের উত্তরের অপেক্ষায় রইল সোশ্যাল মিডিয়া।

ছবি: টুইটারের সৌজন্যে।

আরও পড়ুন: ২ হাজার টাকা নোট তৈরির ‘গোপন তথ্য’ ফাঁস!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE