রাজনাথের উল্টো সুর ডি পি বত্সের গলায়।
যা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, ঠিক তার উল্টো সুরে কথা বলে কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতে ফেলে দিলেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ ডি পি বত্স। তাঁর সাফ কথা, পাথর ছুড়ে যারা জম্মু-কাশ্মীরকে অশান্ত করছে, তাদের গুলি করে মারা উচিত।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফ্টেন্যান্ট জেনারেল ডি পি বত্স বরাবরই কড়া দাওয়াইয়ের পক্ষপাতী। কিন্তু তিনি যে রাজনাথ সিংহকেই কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বসবেন, তা বিজেপি-র কেউ আঁচ করতে পারেননি। সম্প্রতি জম্মু-কাশ্মীরে গিয়ে পাথর হামলা নিয়ে মুখ খোলেন রাজনাথ সিংহ। তিনি বলেন,‘‘অনেকেই এই ধরনের অপরাধের সঙ্গে প্রথমবার জড়িয়ে পড়েছে। ছোটরা ভুল করেই। ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেওয়া হবে।’’
এর পরেই চ্যালেঞ্জের সুর শোনা গেল বিজেপি সাংসদ ডি পি বত্স-র গলা থেকে। তিনি বলেন, ‘‘পাথর হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে বলে জানতে পেরেছি। কিন্তু আমার মনে হয়, ওদের গুলি করে মারা উঠিত।’’ এই মন্তব্য নিয়ে জম্মু-কাশ্মীরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: বাবার ব্যাটালিয়নে যোগ দিলেন কার্গিল শহিদের ছেলে
আরও পড়ুন: মোদীকে খুনের মাওবাদী ছক! ভুতুড়ে গল্প বলে ব্যঙ্গ শিবসেনার
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy