জম্মু-কাশ্মীর নিশানায় ছোটরাও। ছবি: পিটিআই।
বইখাতা নিয়ে ওরা বে্রিয়েছিল স্কুলের পথে। কিন্তু, রাস্তায় যে সেই খুদে পড়ুয়াদেরও হামলার মুখে পড়তে হবে, তা কে ভেবেছিল। জম্মু-কাশ্মীরে বারংবার পাথর ছোড়া হয়েছে সেনা এবং পুলিশকর্মীদের। এবার নিশানায় উঠে এল ছোটরাও।
ঘটনাস্থল শোপিয়ান জেলার জাভোরা এলাকা। বুধবার সকালে যখন দুষ্কৃতীদের পাথর বৃষ্টির মুখে পড়ে রেইনবো ইন্টারন্যাশনাল হাইস্কুলের ৫০ জন পড়ুয়া-বোঝাই বাস, ভেঙে চুরমার হয়ে যায় কাচের জানলা। আহত হয়েছে বেশ কয়েক জন, যাদের মধ্যে রয়েছে ক্লাস ফোরের এক ছাত্র। মাথায় গুরুতর চোট থাকায় তাকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জম্মু-কাশ্মীরে পাথর হামলা নতুন কিছু নয়। অভিযোগ, সেনা এবং পুলিশকর্মীদের উদ্দেশ্যেপাথর ছোড়ার জন্য নাকিদেওয়া হচ্ছে অল্পবয়সীদের মোটা টাকার টোপ।
ছোটদের উপর পাথর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি।তিনি বলেছেন, দোষীদের খুঁজে বের করে উপযুক্ত সাজা দেওয়া হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy