Advertisement
১২ জুন ২০২৪

রজনীকে বিঁধলেন স্বামী

তামিলনাড়ুতে নেতৃত্বের সঙ্কট শুধু এডিএমকে কিংবা ডিএমকেতেই নয়। কংগ্রেস কিংবা বিজেপিও জমি খুঁজে পাচ্ছে না সেখানে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৮ ০৩:০২
Share: Save:

তাঁর রাজনীতিতে আসার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সকলেই। অমিতাভ বচ্চন থেকে কমল হাসন। কংগ্রেস থেকে বিজেপি। কিন্তু উল্টো সুরে গাইলেন বিজেপি নেতা, সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। বললেন, ‘‘রজনীকান্ত রাজনীতির কিছুই জানেন না। ফের এক অভিনেতা রাজনীতিতে এলেন।’’

তামিলনাড়ুতে নেতৃত্বের সঙ্কট শুধু এডিএমকে কিংবা ডিএমকেতেই নয়। কংগ্রেস কিংবা বিজেপিও জমি খুঁজে পাচ্ছে না সেখানে। জয়ললিতার কেন্দ্র আর কে নগরে বিজেপি ভোট পেয়েছে নোটার থেকেও কম। ফলে নরেন্দ্র মোদী-অমিত শাহেরা রজনীকে নিয়ে আগ্রহী। মোদী নিজেও এর আগে রজনীকান্তের সঙ্গে কথা বলছেন, থালাইভাও স্বচ্ছ ভারত অভিযানের প্রশংসা করেছেন। অন্দরের খবর, রজনীকান্তকে পাশে চাইছে বিজেপি। সে জন্যই তামিলনাড়ুর রাজ্য সভাপতি তামিলসাই সৌন্দর্যন রজনীকে রাজনীতিতে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন: চলতে হবে সঙ্ঘের পথে, বার্তা মোদীকে

কিন্তু কোন পথে এগোন তামিল সুপারস্টার, সবাই সেই অপেক্ষায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Subramanian Swamy Rajinikanth politics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE