Advertisement
০৩ মে ২০২৪
suicide attack

শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী হামলা, হত জওয়ান, খতম তিন জঙ্গি

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শ্রীনগরের ওই বিএসএফ ক্যাম্পে এ দিন ভোর পৌনে চারটে নাগাদ চার জন সশস্ত্র জঙ্গি এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তে ঢুকে পড়ে।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ০৯:০২
Share: Save:

প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে ফের জম্মু-কাশ্মীরে আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। এ বার শ্রীনগর বিমানবন্দরের কাছে একটি বিএসএফ ক্যাম্পে হামলা চালাল জঙ্গিরা। ওই ক্যাম্প লাগোয়া বায়ুসেনার একটি ঘাঁটিও রয়েছে। মঙ্গলবার ভোরের এই ঘটনায় এক জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও তিন জন বিএসএফ জওয়ান।নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে মারা গিয়েছে তিন জঙ্গিও। পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শ্রীনগরের ওই বিএসএফ ক্যাম্পে এ দিন ভোর পৌনে চারটে নাগাদ সশস্ত্র জঙ্গিদের একটি দল এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তে ঢুকে পড়ে। আচমকা হামলায় কয়েক মুহূর্তের জন্য হতচকিত হয়ে পড়েন জওয়ানরা। কিন্তু, পর মুহূর্তেই তাঁরা পাল্টা গুলি চালান। ঘটনাস্থলেই এক জঙ্গি লুটিয়ে পড়ে। পরে আরও দুই জঙ্গির দেহ উদ্ধার হয়।কুইক অ্যাকশন টিম এবং স্পেশ্যাল অপারেশনস গ্রুপ যৌথ ভাবে জঙ্গিদমনে হাত লাগায়।

আরও খবর: খুন হবেন, আশঙ্কা নিঃসঙ্গ প্রবীণদের

রাজ্যে পুলিশের এক আধিকারিক মুনির খান জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। জখম জওয়ানদের ক্যাম্প চত্বর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১ জওয়ানের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। ঘটনার পর শ্রীনগর বিমানবন্দর থেকে ঘণ্টা তিনেক উড়ান চলাচল বন্ধ ছিল। সকালের সমস্ত উড়ানই বাতিল করে দেওয়া হয়। গোটা চত্বরের উপর দিয়ে পাক খাচ্ছে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার। বিমানবন্দর যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। রাস্তায় অজস্র গাড়ি দাঁড়িয়ে পড়ে।

এএনআই-এর টুইট

গত বছর এই সেপ্টেম্বরেই সীমান্ত পেরিয়ে জঙ্গিরা হামলা চালিয়েছিল উরিতে। ১৯ জওয়ান নিহত হয়েছিল সেই জঙ্গি হামলায়। এর পরেই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা বাহিনী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suicide Attack Afzal Guru Squad BSF Camp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE