Advertisement
১১ জুন ২০২৪
Nupur Sharma

Nupur Sharma: দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত নূপুর শর্মার, অশান্তির জন্য তিনিই দায়ী, বলল সুপ্রিম কোর্ট

বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘‘দেশে এই মুহূর্তে যে অশান্তির আবহ তা ওই মহিলা একা হাতে তৈরি করেছেন। দেশবাসীর কাছে ক্ষমা চান।’’

আদালতের ভর্ৎসনা নূপুরকে।

আদালতের ভর্ৎসনা নূপুরকে। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১১:৩৩
Share: Save:

বিজেপি মুখপাত্র (বর্তমানে নিলম্বিত) নূপুর শর্মাকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে বলল সুপ্রিম কোর্ট। দেশে এই মুহূর্তে যে অশান্তি চলছে, তার জন্য একা নূপুরকেই দায়ী করেছে শীর্ষ আদালত।

বিচারপতি সূর্যকান্ত শুক্রবার বলেন, ‘‘আমরা ওই বিতর্কসভাটি দেখেছি। যে ভাবে তিনি কথাগুলো বলেছেন, তা-ও দেখেছি। আপনি নিজে এক জন আইনজীবী হয়ে যা করেছেন, তা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’’

তাঁর বিরুদ্ধে দায়ের হওয়ার সমস্ত এফআইআর দিল্লিতে স্থানান্তর করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নূপুর। তাঁর আইনজীবী বলেন, নূপুরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তা শুনে বিচারপতি বলেন, ‘‘তিনি হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন! তিনি দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। আজ গোটা দেশে যা চলছে, তার পিছনে দায়ী এই মহিলা।’’

সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশকেও ভর্ৎসনা করেছে। নূপুরের আর্জি খারিজ হয়ে গিয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Nupur Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE