Advertisement
০৩ মে ২০২৪

গিলানির পাসপোর্ট নিয়ে টানাপ়ড়েন

কাশ্মীরের মাটিতে পাক পতাকার পরে পাসপোর্ট কাণ্ড। বিতর্ক পিছু ছাড়ছে না বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির। কাশ্মীরে গিলানির সভা থেকেই উড়তে দেখা গিয়েছিল পাকিস্তানের পতাকা। সেই সঙ্গে ভারত-বিরোধী স্লোগান। সূত্রের খবর, সৌদি আরবের জেড্ডায় বসবাসকারী অসুস্থ মেয়েকে দেখতে বিদেশে যেতে চান সেই গিলানি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০৩:৩১
Share: Save:

কাশ্মীরের মাটিতে পাক পতাকার পরে পাসপোর্ট কাণ্ড। বিতর্ক পিছু ছাড়ছে না বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির।

কাশ্মীরে গিলানির সভা থেকেই উড়তে দেখা গিয়েছিল পাকিস্তানের পতাকা। সেই সঙ্গে ভারত-বিরোধী স্লোগান। সূত্রের খবর, সৌদি আরবের জেড্ডায় বসবাসকারী অসুস্থ মেয়েকে দেখতে বিদেশে যেতে চান সেই গিলানি। তাই তাঁর পাসপোর্ট প্রয়োজন। জম্মু-কাশ্মীরের পিডিপি সরকার গিলানিকে পাসপোর্ট দেওয়ার বিষয়টি মানবকিতার ভিত্তিতে বিদেশ মন্ত্রককে বিচার করার জন্য অনুরোধ করেছে। অন্য দিকে বিজেপি শিবিরের একাংশের বক্তব্য, গিলানিকে পাসপোর্ট দেওয়া হোক। কিন্তু তার আগে তিনি তাঁর ভারত-বিরোধী মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান।

বিচ্ছিন্নতাবাদী ওই নেতাকে এর আগেও এক-এক বছরের জন্য পাসপোর্ট জারি করেছে কেন্দ্র। এর আগে শেষ বার ২০১১ সালে গিলানিকে এক বছরের জন্য পাসপোর্ট দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি গিলানি কাশ্মীরে যে ভাবে ভারত-বিরোধী জিগির তুলেছিলেন, তার প্রেক্ষিতে তাঁকে পাসপোর্ট দেওয়া উচিত কি না তা নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনিক স্তরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বর্তমানে পাসপোর্টের জন্য প্রত্যেক আবেদনকারীকে আঙুলের ছাপ দিতে হয়। কিন্তু এখনও গিলানি শ্রীনগরের স্থানীয় পাসপোর্ট দফতরে গিয়ে সেই বায়োমেট্রিক টেস্ট দেননি। বিদেশ মন্ত্রকও আজ জানিয়েছে, গিলানির আবেদন অসম্পূর্ণ। কারণ তাঁর বায়োমেট্রিক তথ্য পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, গিলানি ওই ছাপ দেওয়ার পরেই জম্মু-কাশ্মীর সরকারের সঙ্গে আলোচনা করে তাঁর পাসপোর্টের আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি ভাবে স্বরাষ্ট্র মন্ত্রক এই বিবৃতি দিলেও ঠিক কী কারণে গিলানির পাসপোর্ট আটকে রয়েছে, তা নিয়ে প্রকাশ্যে কেন্দ্রের পক্ষ থেকে মন্তব্য করা হয়নি। তবে মূল কারণটির দিকে কিছুটা হলেও ইঙ্গিত দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর আজ বলেছেন, ‘‘গিলানিকে নিজের পাসপোর্ট আবেদনে ভারতীয় এ কথাটি লিখতে হবে।’’

গিলানির পাসপোর্ট বির্তক নিয়ে মুখ খুলেছে পাকিস্তানও। ভারত সরকার পাসপোর্ট জারি না করে যে ভাবে গিলানিকে তাঁর অসুস্থ মেয়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে না সেই মনোভাবের সমালোচনা করেছে পাক প্রশাসন। পাক বিদেশ মন্ত্রক বলেছে, ‘‘পাকিস্তানের নাগরিক ও পাক প্রশাসন গিলানির পাশে রয়েছে। পাক সরকার গিলানিকে সমস্ত ধরনের সাহায্য করতে প্রস্তুত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE