Advertisement
১৯ মে ২০২৪
Ram Mandir

অযোধ্যায় রামমন্দিরের একতলার কাজ প্রায় শেষ, উদ্বোধন আগামী বছর! জানিয়ে দিল ট্রাস্ট

সম্প্রতি মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে নির্মীয়মাণ রামমন্দিরের ছবি দেখিয়ে জানানো হয়েছিল, আগামী বছরই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে।

Ram Mandir

চলছে রামমন্দিরের নির্মাণকাজ। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
অযোধ্যা শেষ আপডেট: ১২ জুন ২০২৩ ২২:৩০
Share: Save:

লক্ষ্য— আগামী বছরের লোকসভা ভোটের আগেই ভক্তদের জন্য রামমন্দিরের দরজা খুলে দেওয়া। মন্দিরনগরী অযোধ্যায় তাই জোরকদমে চলছে কাজ। দীপাবলির আগেই ৩ তলা মন্দিরের ১ তলার কাজ শেষ হয়ে যাবে বলে নির্মাণের দায়িত্বপ্রাপ্ত রামমন্দির ট্রাস্ট সূত্রের খবর।

২০২০ সালের ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে নির্মীয়মাণ রামমন্দিরের ছবি দেখিয়ে জানানো হয়েছিল, আগামী বছরই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। রাম জন্মভূমি ট্রাস্টের সদস্য নৃপেন্দ্র মিশ্র সোমবার নির্মাণ পরিস্থিতি পর্যালোচনার পর জানান, ১ তলার কাজ প্রায় শেষ।

রামমন্দির ট্রাস্ট সূত্রের খবর, মন্দিরের দেওয়ালে বসানো হবে রাজস্থানের গোলাপি রঙের বেলেপাথর। কর্নাটক থেকে এসেছে গ্রানাইট। উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে এসেছে বেলেপাথর। মন্দিরের গর্ভগৃহের কাজের জন্য রাজস্থান থেকে এসেছে সাদা মার্বেল পাথর। গর্ভগৃহের কোথাও ইট বা ইস্পাত ব্যবহার করা হচ্ছে না।

গত জানুয়ারি মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা সফরে গিয়ে বলেছিলেন, ‘‘রামমন্দির নির্মাণের কাজ ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে।’’ প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ নভেম্বর শীর্ষ আদালত অযোধ্যায় রামমন্দিরের গড়ার আবেদনে সায় দিয়ে ঐতিহাসিক রায়ে কেন্দ্রকে ৩ মাসের মধ্যে ট্রাস্ট গড়ে মন্দির নির্মাণের পরিচালন ভার তুলে দিতে বলেছিল। সেই মেয়াদ শেষের মাত্র ৩ দিন আগে, ২০২০-র ৬ ফেব্রুয়ারি ট্রাস্ট গড়েছিল মোদী সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ram Mandir Ram Mandir Trust Ayodhya BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE