Advertisement
১৯ মে ২০২৪

সীমান্ত টপকে তিন পাক জঙ্গি ভারতে, কড়া নিরাপত্তায় মুড়ল পঞ্জাব

সীমান্ত টপকে তিন পাক সশস্ত্র জঙ্গি ঢুকে পড়েছে এ দেশে। দিল্লি, গোয়া বা মুম্বইতে আত্মঘাতী হামলা চালানোই উদ্দেশ্য তাদের। বুধবার এমনটাই দাবি করলেন পঞ্জব পুলিশের ডিরেক্টর জেনারেল (আইন শৃঙ্খলা) এইচ এস ধিলোঁ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ১৮:০৪
Share: Save:

সীমান্ত টপকে তিন পাক সশস্ত্র জঙ্গি ঢুকে পড়েছে এ দেশে। দিল্লি, গোয়া বা মুম্বইতে আত্মঘাতী হামলা চালানোই উদ্দেশ্য তাদের। বুধবার এমনটাই দাবি করলেন পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল (আইন শৃঙ্খলা) এইচ এস ধিলোঁ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, দিল্লি পুলিশের স্পেশাল সেলের তথ্য অনুযায়ী বুধবার একটি ধুসর রঙের মারুতি সুইফ্‌ট চেপে বানিহাল টানেল টপকেছে তারা। সঙ্গে সম্ভবত এক স্থানীয় বাসিন্দাও ছিলেন।

এই মর্মে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। পঞ্জাবের সমস্ত ধর্মীয় স্থান, ঘন বসতিপূর্ণ অঞ্চল, বাজার, শপিং মল, রেলওয়ে স্টেশন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন চেক পয়েন্টে যাতায়াত করা গাড়িগুলির তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সঙ্ঘ-সীমাতেই মুসলিম মন ছোঁয়ার চেষ্টা

গত ৯ মাসে দু’বার ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয়েছে পঞ্জব। গত ২ জানুয়ারি পঠানকোটের বায়ু সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল ৭ জওয়ানের। গত বছর ২৭ জুলাই দিনানগরে সন্দেহভাজন পাক জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছিলেন ৭ জন সাধারণ মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pakistan terrorist suicide attack mumbai goa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE