পদযাত্রায় অভিষেক। নিজস্ব চিত্র
ভোটমুখী মেঘালয়ের গারো পাহাড়ে খোদ মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কেন্দ্রে প্রথমে পদযাত্রা, পরে জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘নেই-রাজ্য আর নৈরাজ্য থেকে উত্তরণের এটাই শেষ সুযোগ। তাই প্রতিশ্রুতি নয় প্রতিজ্ঞায় আস্থা রাখুন। পুতুল নেতা নয়, বেছে নিন প্রকৃত নেতা। ভাষণ নয়, রেশন চাই।’’
বুধবার বিকেলে তুরার হাওয়াখানা পেট্রল পাম্প থেকে বাজার পর্যন্ত পদযাত্রা করেন অভিষেক। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা মুকুল সাংমা। মূলত বাংলাভাষীদের ভিড় ছিল রাস্তার দুপাশে। অনেকেই বেড়ার দড়ি টপকে, পুলিশ-দেহরক্ষী বাধা কাটিয়ে অভিষেকের সঙ্গে সেলফি তোলেন। সন্ধ্যায় তুরা বাজারে কাউন্সিল বিল্ডিং চত্বরের সামনে জনসভায় অভিষেক বলেন, ‘‘সরকার গড়া শুধুই সময়ের অপেক্ষা। যাঁরা ভাবছেন ভোট দেবেন না, মনে রাখবেন হতাশাগ্রস্ত রাজ্যকে সোনালি ভবিষ্যৎ দেওয়ার এই সুযোগ পরের পাঁচ বছরে আসবে না। সর্ব ক্ষণ দিল্লি ও গুয়াহাটির সামনে নতজানু নেতা চাই, না আপনাদের জন্য লড়াই করা নেতা— তা আপনারাই ঠিক করবেন ২৭ ফেব্রুয়ারি।’’ অভিষেক আরও জানান, তৃণমূলের দেওয়া ১০টি প্রতিজ্ঞা কার্যকর হবে তিন মাসের মধ্যে। উই কার্ড ও মাই কার্ডের মাধ্যমে সব পরিবারের মহিলা ও বেকারদের মাসে হাজার টাকার প্রকল্প প্রথম মন্ত্রিসভার বৈঠকেই পাশ করানো হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy