Advertisement
১৭ জুন ২০২৪

ছেলে গারদে, গ্রেফতারি এড়াতে লুকিয়ে পড়লেন বিধায়ক মা

রাস্তায় ওভারটেক নিয়ে বচসায় খুন করে গ্রেফতার হয়েছেন ছেলে রকি যাদব। এ বার তাঁর মা, জেডিইউ-এর সাসপেন্ড হওয়া বিধায়ক, মনোরমা দেবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বিহার পুলিশ। তবে মনোরমার বিরুদ্ধে অভিযোগ অন্য। তাঁর বাড়িতে তল্লাশি করে প্রচুর মদের বোতল পেয়েছে পুলিশ।

শেষ আপডেট: ১১ মে ২০১৬ ১৫:৩৬
Share: Save:

রাস্তায় ওভারটেক নিয়ে বচসায় খুন করে গ্রেফতার হয়েছেন ছেলে রকি যাদব। এ বার তাঁর মা, জেডিইউ-এর সাসপেন্ড হওয়া বিধায়ক, মনোরমা দেবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বিহার পুলিশ। তবে মনোরমার বিরুদ্ধে অভিযোগ অন্য। তাঁর বাড়িতে তল্লাশি করে প্রচুর মদের বোতল পেয়েছে পুলিশ। বিহারে নতুন আইন অনুযায়ী মদ্যপান, মদ বিক্রি বা মদ রাখা এখন দণ্ডনীয় অপরাধ।

কিন্তু মনোরমা দেবী কোথায়? গতকাল, মঙ্গলবার রাত থেকেই তিনি উধাও। ফোনেও পাওয়া যাচ্ছে না এই বিধান পরিষদ সদস্যকে। তাঁর গয়ার বাড়ি সিল করে দিয়েছে পুলিশ।

কয়েক দিন আগে গয়ার রাস্তায় মনোরমা দেবীর ছেলে রকি যাদবের গাড়ি ওভারটেক করায় আদিত্য সচদেব নামে ১৯ বছর বয়সী ছাত্রকে পিটিয়ে এবং তারপর গুলি করে খুন করা হয়। তার পর উধাও হয়ে যান ২৪ বছরের বিধায়কপুত্র রকি। রকিকে খুজতে মনোরমার গয়ার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সে সময়ই বাড়িতে উদ্ধার হয় প্রচুর মদের বোতল। রকিকে গতকাল ভোরে বুদ্ধগয়ায় তাঁর বাবার খামারবাড়ি থেকে ধরা হয়। একই দিনে বেআইনি ভাবে মদ রাখার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয় মনোরমার বিরুদ্ধে।

আরও পড়ুন—

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

manorama yadav rocky yadav bihar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE