Advertisement
২২ মে ২০২৪

মুখ্যমন্ত্রী পদে শপথ রাওয়তের

উত্তরাখণ্ডের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিলেন ত্রিবেন্দ্র সিংহ রাওয়ত।

 ত্রিবেন্দ্র সিংহ রাওয়ত

ত্রিবেন্দ্র সিংহ রাওয়ত

সংবাদ সংস্থা
দেহরাদূন শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ০৩:২৩
Share: Save:

উত্তরাখণ্ডের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিলেন ত্রিবেন্দ্র সিংহ রাওয়ত।

৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় ৫৬টি এখন রয়েছে বিজেপির দখলে। গত ১১ মার্চ ফল প্রকাশের পরেই বোঝা যায়, গোটা রাজ্যে পরাস্ত কংগ্রেস। ছাপ্পান্ন বছরের ত্রিবেন্দ্রই যে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন, তা স্পষ্ট হয়ে গিয়েছিল শুক্রবার। সঙ্ঘের প্রচারক এবং বিজেপি সভাপতি অমিত শাহের পছন্দের নেতা রাওয়ত এর আগেও প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। বি সি খাণ্ডুরি এবং রমেশ পোখরিয়ালের আমলে রাজ্যের মন্ত্রী ছিলেন তিনি। এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এসেছিলেন অমিত শাহ, রাজনাথ সিংহ, উমা ভারতী, মনোহরলাল খট্টরের মতো দলের প্রথম সারির নেতা-নেত্রীরা।

মুখ্যমন্ত্রী ছাড়া রাজ্যের রাজ্যপাল কে কে পল শপথবাক্য পড়ান নতুন মন্ত্রিসভার আরও ন’জন বিধায়ককে। এঁদের মধ্যে সাত জন মন্ত্রী ও বাকি দু’জন প্রতিমন্ত্রীর পদ পেয়েছেন। প্রাক্তন কংগ্রেস বিধায়ক, যাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, মন্ত্রিত্ব দিয়ে পুরস্কৃত করা হয়েছে তাঁদের। এঁরা হলেন সুবোধ উনিয়াল, হরক সিংহ রাওয়াত, যশপাল আর্য, রেখা আর্য এবং সতপাল মহারাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trivendra Singh Rawat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE