Advertisement
০২ মে ২০২৪
Homeless

সান্ধ্য উপহার, পথশিশুদের জন্য রোজ টিভিতে কার্টুন চালিয়ে দেন দোকানের কর্মী

কাচের দেওয়ালের এ পারে বসে রয়েছে দু’টি শিশু। মলিন জামা পরে। এক জনের জামার বোতাম পর্যন্ত নেই। তারা কী দেখবে, জানতে চাইছেন ওই কর্মী। সেই মতো রিমোট দিয়ে ঘুরিয়ে চলেছেন একের পর এক চ্যানেল।

দোকানে সার সার দিয়ে রয়েছে টিভি। কাচের দেওয়ালের এ পারে বসে টিভি দেখছে দু’টি শিশু।

দোকানে সার সার দিয়ে রয়েছে টিভি। কাচের দেওয়ালের এ পারে বসে টিভি দেখছে দু’টি শিশু। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ২২:৪৯
Share: Save:

ওই বাচ্চাগুলোর কথা আর কেউ তেমন ভাবে চিন্তা করে না। ওদের ভাল লাগার কথা কেউ ভেবেও দেখে না। তবে ওই টিভি দোকানের কর্মী ভেবেছেন। এক আধদিন নয়। রোজ ভেবেছেন। আর তা দেখে রীতিমতো মুগ্ধ সমাজ মাধ্যম।

ভিডিয়োটি পোস্ট করেছেন গৌতম ত্রিবেদী নামে এক ব্যক্তি। সেখানে দেখা যাচ্ছে, দোকানে সার সার দিয়ে রয়েছে টিভি। কাচের দেওয়ালের এ পারে বসে রয়েছে দু’টি শিশু। মলিন জামা পরে। এক জনের জামার বোতাম পর্যন্ত নেই। তারা কী দেখবে, জানতে চাইছেন ওই কর্মী। সেই মতো রিমোট দিয়ে ঘুরিয়ে চলেছেন একের পর এক চ্যানেল।

টুইট করে গৌতম লিখেছেন, এই কাজটা ওই কর্মী রোজ সন্ধ্যাবেলা করেন। পথশিশুদের পছন্দমতো চ্যানেল চালিয়ে দেন টিভিতে। যাতে সন্ধ্যাবেলা বসে ওরা দু’দণ্ড একটু হাসি, মজা করতে পারে। ইচ্ছা মতো টিভি দেখতে পারে। ভিডিয়োতে দেখা গিয়েছে, বাচ্চা দু’টি টকিং টম কার্টুনটি দেখতে চাইছে। সেই মতোই টিভিতে সেই কার্টুনের অনুষ্ঠান চালিয়ে দেন ওই কর্মী। ভিডিয়ো দেখে তাঁকে কুর্নিশ জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিয়োটি ইতিমধ্যে ৩৫ লক্ষ বার দেখা হয়েছে সমাজ মাধ্যমে। হাজার হাজার মানুষ লাইক করেছেন সেই ভিডিয়ো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

child Cartoons Homeless
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE