Advertisement
২০ মে ২০২৪
Momo

Fight over momo: মোমো নিয়ে মুম্বইয়ে ধুন্ধুমার, বচসা গড়াল হাতাহাতিতে, তার পর...

ঠিক এক বছর আগে উত্তরপ্রদেশের একটি চাটের দোকানেও এ রকম ঝামেলা হয়। নেট মাধ্যমে সেই ভিডিয়োটি বেশ জনপ্রিয় হয়েছিল।

রাস্তার ধারে দু’দলের মধ্যে ঝামেলা লাগার মুহূর্ত

রাস্তার ধারে দু’দলের মধ্যে ঝামেলা লাগার মুহূর্ত ছবি: ইউটিউব

সংবাদ সংস্থা
মুম্বাই শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৫:৩০
Share: Save:

মুম্বই স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। সেই স্ট্রিট ফুড নিয়েই রাস্তার ধারে ঝামেলা লাগল দু’দলের মধ্যে।

সোমবার ১১ এপ্রিল মুম্বইয়ের পোয়াই-এ শঙ্করাচার্য মার্গ এলাকায় মোমো নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে ওই এলাকারই লোকজন। দু’দলে ভাগ হয়ে গিয়ে তারা সেই ঝামেলাকে মারপিট অবধি টেনে নিয়ে যায়। মারপিট চলাকালীন গাড়িঘোড়া নিয়ে অনেকেই সেই এলাকার উপর দিয়ে যাতায়াত করেছেন কিন্তু কেউ আর ঝামেলায় জড়াতে চাননি।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। দুই দলের লোকেদের থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত পুলিশ চার জনকে গ্রেফতার করেছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঝামেলার পেছনে আসল কারণ ঠিক কী, তা এখনও জানা যায়নি।

মোমো বলতে যেমন সবার আগে দার্জিলিং, সিকিম, নেপাল, তিব্বতের কথা মাথায় আসে, ঠিক তেমনই পাও ভাজি বা ফালুদার নাম শুনলে প্রথমে মুম্বইয়ের নাম মাথায় আসে। তাই মোমো নিয়ে মুম্বইয়ের রাস্তায় ঝামেলা এক অবিশ্বাস্য কাণ্ড।

ঠিক এক বছর আগে উত্তরপ্রদেশের একটি চাটের দোকানেও এ রকম ঝামেলা হয়। নেট মাধ্যমে সেই ভিডিয়োটি বেশ জনপ্রিয় হয়েছিল।

আরও পড়ুন:
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Momo Chaos Fight mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE