Advertisement
০২ জুন ২০২৪

খাবার চুরির জন্য বিবস্ত্র করে মাথা মোড়ানো হল দুই নাবালকের!

অপরাধ একটাই। ওরা খাবার চুরি করেছিল। তাতেই পেতে হল ভয়ানক শাস্তি। বিবস্ত্র করে, মাথা মুড়িয়ে, গলায় জুতোর মালা পরিয়ে ওদের ঘোরানো হল গোটা এলাকায়। খাবার চুরির অপরাধে দুই নাবালককে এই ভাবেই শাস্তি দিল ঠানের উল্লাসনগরের এক মিষ্টির দোকানের মালিক ও তাঁর দুই ছেলে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ মে ২০১৭ ২১:১৪
Share: Save:

অপরাধ একটাই। ওরা খাবার চুরি করেছিল। তাতেই পেতে হল ভয়ানক শাস্তি। বিবস্ত্র করে, মাথা মুড়িয়ে, গলায় জুতোর মালা পরিয়ে ওদের ঘোরানো হল গোটা এলাকায়। খাবার চুরির অপরাধে দুই নাবালককে এই ভাবেই শাস্তি দিল ঠানের উল্লাসনগরের এক মিষ্টির দোকানের মালিক ও তাঁর দুই ছেলে। অমানবিক এই ঘটনায় শনিবার উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, জানিয়েছে পুলিশ।

উল্লাসনগরের প্রেম নগর এলাকায় মিষ্টির দোকান মেহেমুদ পাঠানের। বয়স সত্তরের কাছাকাছি। ওই দিন দোকানে গিয়ে মালিককে জিজ্ঞাসা না করেই মিষ্টি তুলে খেয়ে নেয় দু’টি ছেলে। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে এক জনের বয়স ৮ ও অন্য জনের ৯। বাড়ি ওই এলাকাতেই। ছেলে দু’টি কিছু না বলেই একটি চাকলির প্যাকেট তুলে খেতে শুরু করে দেয়। আর তাতেই ভয়ানক চটে যান দোকানের মালিক। ডাকেন তাঁর দুই ছেলে ইরফান (২৬) এবং সালিমকে (২২)। ছেলেদের বলেন ‘চোর’দের ধরে তাঁর কাছে নিয়ে আসতে। এর পরেই মাথা মুড়িয়ে দেওয়া হয় ওই দুই বালকের। এখানেই শেষ নয়। বিবস্ত্র করে, গলায় জুতোর মালা পরিয়ে ছেলেদু’টিকে ঘোরানো হয় গোটা এলাকায়।

আরও পড়ুন: আগুন থেকে মহিলাকে বাঁচিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘হিরো’ ইনি

গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ওই দুই বালকের অভিভাবকরা। মিষ্টির দোকানের মালিক ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে হিল লাইন থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তিন জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩৫৫, ৫০০ এবং ৩২৩ ধারা ছাড়াও শিশুদের প্রতি যৌন অপরাধ দমন আইনের আওতায় মামলা দায়ের হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE