পুলিশের জিপের উপর বসে রিল! ছবি: টুইটার।
সমাজমাধ্যমে ভিউ পাওয়ার নেশায় কত কী-ই না করে লোকজন। তার জন্য জীবনের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করেন না। কখনও বাইক নিয়ে, কখনও গাড়ি নিয়ে কেরামতির রিল বহু বার প্রকাশ্যে এসেছে। তার জন্য পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন কেউ কেউ। এ বার আরও এক ধাপ এগিয়ে পুলিশের গাড়ির উপর বসেই রিল বানানোর অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ।
ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের বাজারিয়া এলাকার। যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, পুলিশের একটি জিপ রাস্তায় দাঁড় করানো। হেডল্যাম্প জ্বলছিল জিপের। হঠাৎই দুই যুবককে জিপের সামনের অংশে বসতে দেখা গেল। তার পর কায়দা করে ছবি এবং ভিডিয়োও তুললেন। ব্যাকগ্রাউন্ডে বাজছিল হিন্দি ছবি ‘সরকার রাজ’-এর ‘জলওয়া রে জলওয়া’।
সেই ভিডিয়ো ক্লিপটি পুলিশের হাতে পৌঁছতেই দুই অভিযুক্তের খোঁজ শুরু হয়। কানপুর নগরের পুলিশ কমিশনার জানিয়েছেন, দুই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, ওই জিপটি গ্যারাজে নিয়ে যাওয়া হয়েছিল মেরামতির জন্য। তখনই এই রিল বানিয়েছেন স্থানীয় দুই যুবক। জিপটি ব্যবহার করেন কানপুর দেহাট পুলিশের অতিরিক্ত ডিজি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy