Advertisement
১৯ মে ২০২৪

এনআরসি-তে নাম বাদ পরেশ বরুয়ার

পরিবার সূত্রে খবর, পরেশের তরফে স্ত্রী-পুত্রদের নাম ঢোকানোর আর্জি জানিয়ে নথি জমা দেওয়া হয়নি।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪৪
Share: Save:

কখনও থাকে মায়ানমারে, কখনও চিনে। ভারতের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের নেতা। আছে মুসলিম নামে বাংলাদেশের পাসপোর্ট। আলফা স্বাধীনের নেতা পরেশ বরুয়ার নাম এনআরসির খসড়ায় থাকায় অনেকে ভুরু কুঁচকেছিলেন। চূড়ান্ত তালিকায় নেই তার নাম। যার অর্থ, পরেশ আইনত আর অসমের নাগরিক নয়। তালিকায় বাদ পড়েছে তার স্ত্রী ববি ভুঁইয়া ও দুই ছেলে অরিন্দম ও আকাশের নামও।

পরিবার সূত্রে খবর, পরেশের তরফে স্ত্রী-পুত্রদের নাম ঢোকানোর আর্জি জানিয়ে নথি জমা দেওয়া হয়নি। পরেশকে নিয়মমতো ১২০ দিনের মধ্যে ফরেনার্স ট্রাইবুনালে আবেদন জানাতে হবে। পরেশ বলেছে, ‘‘বিদেশি শনাক্ত করতে সকলকে, সব জনজাতিকে হাত মেলাতে হবে। সংগঠনগুলিকে নিজেদের মধ্যে আলোচনা করে যৌথ ভাবে লড়তে হবে। কিছু দল, সংগঠন, বুদ্ধিজীবী থেকে মানুষকে সতর্ক থাকতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Paresh Baruah NRC Assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE