Advertisement
০১ জুন ২০২৪

রোহিঙ্গাদের পক্ষে বার্তা, বিতর্কে বরুণ

মঙ্গলবার একটি হিন্দি দৈনিকে প্রকাশিত উত্তর-সম্পাদকীয় নিবন্ধে বরুণ লিখেছেন, রোহিঙ্গা শরণার্থীদের তাড়িয়ে না দিয়ে বরং মানবিকতার নিরিখে বিষয়টি বিচার করা উচিত।

বরুণ গাঁধী।— ফাইল চিত্র।

বরুণ গাঁধী।— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৩:১৪
Share: Save:

ভারতের মাটিতে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলে ফের সমালোচনার মুখে পড়লেন বিজেপি নেতা বরুণ গাঁধী।

মঙ্গলবার একটি হিন্দি দৈনিকে প্রকাশিত উত্তর-সম্পাদকীয় নিবন্ধে বরুণ লিখেছেন, রোহিঙ্গা শরণার্থীদের তাড়িয়ে না দিয়ে বরং মানবিকতার নিরিখে বিষয়টি বিচার করা উচিত। তরুণ বিজেপি নেতার এই বক্তব্যে স্পষ্টতই ক্ষুব্ধ দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির এ দিন বরুণকে কটাক্ষ করে বলেন, তাঁর মন্তব্য জাতীয় স্বার্থবিরোধী। চুপ থাকেননি বরুণও। তাঁর যুক্তি, ‘‘শরণার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়েই তাঁদের আশ্রয় দেওয়ার কথা বলেছি। জাতীয় নিরাপত্তা যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য তাঁদের প্রত্যেককে পরীক্ষা করা যেতে পারে।’’

উত্তরপ্রদেশে সুলতানপুরের সাংসদ বরুণ গাঁধী এর আগেও কৃষক সমস্যা, সাংসদ-ভাতার মতো বিষয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলে রোষের মুখে পড়েছেন। মঙ্গলবার রোহিঙ্গা সমস্যা় নিয়ে বরুণের মন্তব্যে ফের বিতর্ক ছড়িয়েছে দলে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, বাংলাদেশের পাশাপাশি ভারতেও ঢুকেছেন ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী। এতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে উদ্বেগ কেন্দ্রের। বলা হচ্ছে,
ভারতে ঢুকে পড়া রোহিঙ্গাদের অধিকাংশই শরণার্থী নন। বরং শরণার্থী সমস্যাকে ঢাল করে সুপরিকল্পিত ভাবে সন্ত্রাস ছড়াতে কিছু জঙ্গি দল এঁদের ভারতে ঢোকাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

বরুণ গাঁধী Varun Gandhi Rohingya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE