Advertisement
১৭ মে ২০২৪

প্রয়াত বিশ্বহিন্দু পরিষদ নেতা অশোক সিঙ্ঘল

চলে গেলেন অশোক সিঙ্ঘল। মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ গুড়গাঁওয়ের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বিশ্ব বিন্দু পরিষদের প্রবীণ এই নেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৫ ১৬:০৯
Share: Save:

চলে গেলেন অশোক সিঙ্ঘল। মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ গুড়গাঁওয়ের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বিশ্ব বিন্দু পরিষদের প্রবীণ এই নেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী বলেন, ‘দেশের মানুষের সেবাতেই অশোক সিঙ্ঘলজি নিজের জীবন উত্সর্গ করেছেন। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।’

বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগারিয়া জানান, গত ১৪ তারিখ শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ার সমস্যা নিয়ে গুড়গাঁওয়ের হাসপাতালে ভর্তি হন অশোক সিঙ্ঘল। সে’দিন বিকেলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। সে’দিন থেকে ভেন্টিলেশনে ছিলেন প্রবীণ ওই নেতা। এদিন দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দু’দশকের উপর বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি ছিলেন বেনারস হিন্দু বিশ্ব বিদ্যালয়ের স্নাতক অশোক সিঙ্ঘল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

vhp leader ashok singhal death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE