Advertisement
১৭ মে ২০২৪
Woman

ঠাণে রেলস্টেশনেই জন্মাল শিশু

বম্বে হাইকোর্টের নির্দেশে ২০১৭ থেকে মহারাষ্ট্রের বিভিন্ন স্টেশনে ‘এক টাকার চিকিৎসালয়’ চালু করা হয়েছে। রেল সফরের সময় অসুস্থ হয়ে পড়া বহু মানুষ উপকৃত হয়েছেন। এখানে ২৪ ঘণ্টা পরিষেবা পাওয়া যায়।

ঠাণে রেল স্টেশনে শিশু পুত্রের জন্ম দিলেন এক মহিলা। ছবি টুইটার থেকে নেওয়া।

ঠাণে রেল স্টেশনে শিশু পুত্রের জন্ম দিলেন এক মহিলা। ছবি টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ২০:৩২
Share: Save:

এক মাসে দু’বার। শনিবার ফের মহারাষ্ট্রের ঠাণে রেলস্টেশনে সন্তানের জন্ম দিলেন এক মহিলা। এর আগে চলতি মাসের ৭ তারিখেও এক শিশুর জন্ম হয় স্টেশনের চিকিত্সালয়ে।

শনিবার সকালে পূজা চৌহান (২০),কোঙ্কনকন্যা এক্সপ্রেসে করে মুম্বই যাচ্ছিলেন। কিন্তু মুম্বই পৌঁছনর আগেই তাঁর প্রসব বেদনা ওঠে। তখনই তাঁকে ঠাণে স্টেশনে নামানো হয়। সেখানে রেল আধিকারিকদের খবর দেওয়া হলে স্ট্রেচারে করে তাঁকে ‘এক টাকার চিকিৎসালয়’-এ নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। পরে চিকিত্সকরা জানিয়েছেন, মা ও সন্তান দু’জনেই ভাল আছেন।

বম্বে হাইকোর্টের নির্দেশে ২০১৭ থেকে মহারাষ্ট্রের বিভিন্ন স্টেশনে ‘এক টাকার চিকিৎসালয়’ চালু করা হয়েছে। রেল সফরের সময় অসুস্থ হয়ে পড়া বহু মানুষ উপকৃত হয়েছেন।এখানে ২৪ ঘণ্টা পরিষেবা পাওয়া যায়।

আরও পড়ুন : মাইসুরুতে দশেরায় সোনালী হাওদা বওয়া সেই হাতি দ্রোণের মৃত্যু

আরও পড়ুন : আসছে নতুন ২০ টাকার নোট, নোটিস দিয়ে জানাল রিজার্ভ ব্যাঙ্ক

গত ৭ এপ্রিলেও একই রকম ঘটনার সাক্ষী ছিল ঠাণে রেলস্টেশনের কর্মীরা। সেদিন এক মহিলার কুরলা যাওয়ার পথে প্রসববেদনা ওঠায় ঠাণেতে নেমে যান। এক টাকার চিকিত্সালয়ে তিনিও এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE