Advertisement
১৩ জুন ২০২৪
National News

স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ, পরে খুন দু’জনকেই

স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করার পর ওই দম্পতিকে খুন করল দুষ্কৃতীরা। ভয়ানক এই ঘটনা ঘটেছে পঞ্জাবের মোহালিতে। পুলিশ জানিয়েছে, ওই দম্পতির দেহ একটি মোটর হাউজের ছাদের উপর থেকে উদ্ধার করা হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ১৪:১৬
Share: Save:

স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করার পর ওই দম্পতিকে খুন করল দুষ্কৃতীরা। ভয়ানক এই ঘটনা ঘটেছে পঞ্জাবের মোহালিতে।

পুলিশ জানিয়েছে, ওই দম্পতির দেহ একটি মোটর হাউজের ছাদের উপর থেকে উদ্ধার করা হয়। ছাদের চার দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল মহিলার কাচের ভাঙা চুরি। দেড় বছর আগেই বিয়ে হয়েছিল তাঁদের। এলাকার দুষ্কৃতীদের সঙ্গে ওঠাবসা ছিল মৃত পঙ্কজের। কিন্তু বিয়ের পর বদ সঙ্গ ছেড়ে কাজে মনোযোগ দেন। ওই এলাকাতেই এক ব্যক্তির মোটর হাউজে দেখাশোনা করার কাজ করতেন পঙ্কজ। সেখানেই রাতে শুয়ে পড়তেন। সকাল হয়ে গেলেও পঙ্কজকে দেখতে না পেয়ে মোটর হাউজের মালিক ওই বাড়ির ছাদে যান তাঁকে খুঁজতে। গিয়েই দেখেন পঙ্কজ ও তাঁর স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর দেওয়া হয় পঙ্কজ ও তাঁর স্ত্রীর বাড়িতে। অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে পঙ্কজকে খুন করা হয়েছে। বদলা নিতে তাঁর স্ত্রীকেও শিকার বানিয়েছে দুষ্কৃতীরা।

পুলিশ আরও জানিয়েছে, পঙ্কজ ও তাঁর স্ত্রী রাতে মোটর হাউজের ছাদে ঘুমোন এটা জানত দুষ্কৃতীরা। তাই তারা সোজা ছাদে গিয়ে পঙ্কজের স্ত্রীকে গণধর্ষণ করে, এর পর দু’জনকেই নৃশংস ভাবে হত্যা করে।

আরও খবর...

উঠছে কার্ফু, ভূস্বর্গের মন জয়ের চেষ্টা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohali Gangrape
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE