Advertisement
১১ জুন ২০২৪

কর্মী আন্দোলন ডিএম দফতরে

কর্মচারীদের আন্দোলনে স্তব্ধ হল রাজ্যের সমস্ত জেলাশাসক এবং মহকুমা আধিকারিকের কার্যালয়। করিমগঞ্জের তার কোনও ব্যতিক্রম ছিল না। প্রশাসনিক কর্মচারী সংস্থার সদস্যরা আজ জেলাশাসকের দফতরের সামনে ধর্না দেন।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০২:২৬
Share: Save:

কর্মচারীদের আন্দোলনে স্তব্ধ হল রাজ্যের সমস্ত জেলাশাসক এবং মহকুমা আধিকারিকের কার্যালয়। করিমগঞ্জের তার কোনও ব্যতিক্রম ছিল না। প্রশাসনিক কর্মচারী সংস্থার সদস্যরা আজ জেলাশাসকের দফতরের সামনে ধর্না দেন। তাঁরা জানান, গত এপ্রিল মাসে ৩০০ টাকা করে গ্রেড-পে বৃদ্ধির কথা মেনে নিয়েছিল সরকার। কিন্তু এখনও সেই টাকা দেয়নি রাজ্য সরকার। তা ছাড়া বেতন আয়োগ স্বীকৃত ২৭ মাসের বকেয়াও দেওয়া হয়নি। প্রতিবাদে আজ ও আগামী কাল রাজ্যজুড়ে কর্মবিরতি পালনের ডাক দিয়েছে প্রশাসনিক কর্মচারী সংস্থা।

সংস্থার করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক অরুণাংশু দত্ত বলেন, ‘‘প্রশাসনিক কর্মচারীদের কাজ অন্য সরকারি বিভাগের থেকে আলাদা। তাই তাঁদের বর্ধিত হারে গ্রেড-পে দেওয়ার বিষয়টি মেনে নেওয়ার পরও তা মিটিয়ে দিতে সরকার টালবাহানা করছে।’’ সরকার কর্মচারীদের পাওনা দ্রুত মিটিয়ে না দিলে ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ে কর্মবিরতি পালন করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Worker DM office
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE