ফ্যান্টা ফ্রাই। ছবি সৌজন্য টুইটার।
অমলেট তো অনেক খেয়েছেন। কিন্তু কখনও ‘ফ্যান্টা ফ্রাই’ চেখে দেখেছেন? ফ্যান্টা ফ্রাই আসলে ফ্যান্টা দিয়ে বানানো অমলেটের পোশাকি নাম। ভাবছেন তো এটা আবার কী ধরনের অমলেট?
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সুরতের একটি দোকানে বানানো হচ্ছে সেই ‘ফ্যান্টা অমলেট’। এক ফুড ব্লগার সেই অদ্ভুত অমলেটেরই কাহিনি তুলে ধরেছেন।
Mom come pick me they're frying Fanta with eggs. pic.twitter.com/EcvoXszmTK
— Eesha (she/her) (@Agabaai) August 4, 2021
সাদামাটা অমলেটের সঙ্গে যদি ফ্যান্টা মিশিয়ে দেওয়া হয় তা হলে তার স্বাদ কেমন হতে পারে একটু কল্পনা করে নিন। তবে এই অমলেটের নাকি বেশ চাহিদা সুরাতে। যদিও এই অমলেট কতটা স্বাস্থ্যসম্মত, তা নিয়ে প্রশ্ন থাকছে। ভালবেসে দোকান মালিক নতুন এবং ‘জরা হটকে’ এই অমলেট নাম দিয়েছেন ‘ফ্যান্টা ফ্রাই’। দাম মাত্র ২৫০ টাকা। শুধু ফ্যান্টাই নয়, থামসআপ ফ্রাই, লিমকা ফ্রাই-ও গ্রাহকদের চাহিদা মতো বানানো হয় বলে দাবি দোকানের মালিকের।
কী কী থাকছে?
তিনটে ডিমকে প্রথমে ভেজে নিয়ে আলাদা করে রাখা হয়। তার পর বিভিন্ন মশলা দিয়ে একটা গ্রেভি মতো তৈরি করা হয়। তার মধ্যে ফ্যান্টা দিয়ে অমলেটের উপর সেই গ্রেভি ছড়িয়ে দেওয়া হয়। তা হলে এক বার চেখে দেখবেন নাকি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy