Advertisement
২২ মে ২০২৪

আদেশ মেনে চলুন, সেনাকে চিনফিং

আঞ্চলিক যুদ্ধের জন্য তৈরি থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন চিনা প্রেসিডেন্ট শি চিনফিং। সেই সঙ্গে চিনফিংয়ের সব নির্দেশ মানতে বলা হয়েছে সেনাকে। লাদাখের চুমারে ভারতীয় এলাকা ছেড়ে এখনও যায়নি চিনা সেনা। সেই পরিস্থিতিতে এই বার্তা উদ্বেগ বাড়িয়েছে দিল্লির। চিনা প্রেসিডেন্ট ভারতে আসার আগেই লাদাখের চুমারে অনুপ্রবেশ করেছিল চিনা সেনা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বৈঠকে বিষয়টি নিয়ে মোদী কড়া অবস্থান নেওয়ার পরে চিনা সেনা ফিরে যায়।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:৩৮
Share: Save:

আঞ্চলিক যুদ্ধের জন্য তৈরি থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন চিনা প্রেসিডেন্ট শি চিনফিং। সেই সঙ্গে চিনফিংয়ের সব নির্দেশ মানতে বলা হয়েছে সেনাকে। লাদাখের চুমারে ভারতীয় এলাকা ছেড়ে এখনও যায়নি চিনা সেনা। সেই পরিস্থিতিতে এই বার্তা উদ্বেগ বাড়িয়েছে দিল্লির।

চিনা প্রেসিডেন্ট ভারতে আসার আগেই লাদাখের চুমারে অনুপ্রবেশ করেছিল চিনা সেনা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বৈঠকে বিষয়টি নিয়ে মোদী কড়া অবস্থান নেওয়ার পরে চিনা সেনা ফিরে যায়। কিন্তু পরে ফের চুমারেই অনুপ্রবেশ করে তারা। এখনও ওই এলাকায় মুখোমুখি দাঁড়িয়ে ভারতীয় ও চিনা সেনা।

এই পরিস্থিতিতে আজ চিনা প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, “আঞ্চলিক যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। চিনফিং-এর আদেশ পালন করা পিপল্স লিবারেশন আর্মির সকলেরই কর্তব্য।” চিনফিং দেশের কেন্দ্রীয় মিলিটারি কমিশনের (সিএমসি) চেয়ারম্যানও। তাই তাঁর আদেশ স্বভাবতই চিনা সামরিক বাহিনীর মানার কথা।

চিনা প্রতিরক্ষা মন্ত্রকের সাইটে এই বার্তা তাই ভাবাচ্ছে দিল্লিকে। বিষয়টি যে লাদাখের সঙ্গে যুক্ত তা নিয়ে কোনও সন্দেহ নেই বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের। সীমান্ত পরিস্থিতির দিকে নজর রাখতে ভূটান সফর বাতিল করেছেন ভারতীয় সেনাপ্রধান দলবীর সিংহ সুহাগ। সাউথ ব্লকের মতে, আঞ্চলিক যুদ্ধের কথা চিনা সেনাকে প্রায়ই বলা হয়। তাই তা নিয়ে বাড়তি দুশ্চিন্তা করার কারণ নেই। কিন্তু চিনা প্রেসিডেন্টের আদেশ মানতে বলে ঘোষণা সেনার ওয়েবসাইটে আগে দেখা যায়নি। বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের কর্তাদের মতে, চিনা সেনার একটি অংশ চিনফিংয়ের আদেশ মানতে না চাওয়াতেই ওয়েবসাইটে ওই বার্তা দিতে হয়েছে।

এই পরিস্থিতিতে চিন সীমান্তে মোতায়েন ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-কে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় সেনা। প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির আগামী বৈঠকে এ নিয়ে আলোচনা হবে বলে মন্ত্রক সূত্রে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

xi jinping india visit border crisis itbp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE