Advertisement
১৮ মে ২০২৪

নতুন সেনাপ্রধান

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের তিন দিন আগে তড়িঘড়ি পরবর্তী সেনাপ্রধানের নাম ঘোষণা করে দিল ইউপিএ সরকার। বর্তমান সেনাপ্রধান জেনারেল বিক্রম সিংহ অবসর গ্রহণ করবেন ৩১ জুলাই। তার পরই ওই পদের দায়ভার বুঝে নেবেন সেনাবাহিনীর উপপ্রধান, লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিংহ সুহাগ। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে এই ঘোষণা করা হয়।

দলবীর সিংহ সুহাগ

দলবীর সিংহ সুহাগ

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ মে ২০১৪ ০২:৪৮
Share: Save:

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের তিন দিন আগে তড়িঘড়ি পরবর্তী সেনাপ্রধানের নাম ঘোষণা করে দিল ইউপিএ সরকার। বর্তমান সেনাপ্রধান জেনারেল বিক্রম সিংহ অবসর গ্রহণ করবেন ৩১ জুলাই। তার পরই ওই পদের দায়ভার বুঝে নেবেন সেনাবাহিনীর উপপ্রধান, লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিংহ সুহাগ। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে এই ঘোষণা করা হয়।

সাউথ ব্লকে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অফিসে এ দিন মন্ত্রিসভার বৈঠক বসে। সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জেনারেল দলবীর সিংহ সুহাগের নাম প্রস্তাব করা হয় মন্ত্রিসভায়। এ দিন তাতেই অনুমোদন দিল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার নিয়োগ কমিটি।

বিদায়ী লগ্নে ইউপিএ সরকারের এ এ হেন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে বিজেপি। তবে মঙ্গলবার সন্ধেয় ইউপিএ-র তরফে এক বিবৃতিতে জানানো হয়, হবু সেনাপ্রধান হিসেবে দলবীর সিংহ সুহাগের নাম ঘোষণা কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নয়। ক্ষমতাসীন সেনাপ্রধান অবসর গ্রহণের দু’মাস আগেই হবু সেনাপ্রধানের নাম ঘোষণা করাটাই রীতি। ইউপিএ-র সিদ্ধান্তের সমালোচনায় জেনারেল বিক্রম সিংহ বলেন, “নিজেদের ভালবাসার লোকজনদেরই নিয়োগ করতে চায় ইউপিএ। শুধু জানতে চাই তাড়াহুড়ো কীসের?”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dalbir singh suhag army chief
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE