Advertisement
১৮ মে ২০২৪

রেল বাজেট

প্রভুর মুখে প্রভুর নাম! আর তাতেই হাসির রোল লোকসভায়। বাজেট পেশের ফাঁকে রেলমন্ত্রী নিজের নাম নিয়েই রসিকতা করবেন, এমনটা হয়তো কেউ ভাবেননি। যে লাইনে ইতিমধ্যেই প্রচুর ট্রেন চলে সেখানে চাপ আরও বাড়ানো যাবে কী ভাবে? এর সমাধান খোঁজার প্রশ্নে সুরেশ প্রভু বলেন, আমি জানতে চাইলাম, হে প্রভু, কী করে হবে এ সব? প্রভু তো কিছুই বললেন না! তখন এই প্রভুই ভাবল, আমরাই কেন কিছু করতে পারি না?... ” একযোগে হেসে ওঠেন সকলে।

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:২২
Share: Save:

প্রভুর নাম

প্রভুর মুখে প্রভুর নাম! আর তাতেই হাসির রোল লোকসভায়। বাজেট পেশের ফাঁকে রেলমন্ত্রী নিজের নাম নিয়েই রসিকতা করবেন, এমনটা হয়তো কেউ ভাবেননি। যে লাইনে ইতিমধ্যেই প্রচুর ট্রেন চলে সেখানে চাপ আরও বাড়ানো যাবে কী ভাবে? এর সমাধান খোঁজার প্রশ্নে সুরেশ প্রভু বলেন, আমি জানতে চাইলাম, হে প্রভু, কী করে হবে এ সব? প্রভু তো কিছুই বললেন না! তখন এই প্রভুই ভাবল, আমরাই কেন কিছু করতে পারি না?... ” একযোগে হেসে ওঠেন সকলে।

প্রভুর কবিতা

একঘেয়ে বাজেট-বক্তৃতায় একটু খোলা হাওয়া আনতে রেলমন্ত্রীদের অনেকেই দু’চার লাইন কবিতার শরণ নিয়েছেন অতীতে। কবিতা ভালবাসেন সুরেশ প্রভুও। বৃহস্পতিবার তিনি বক্তৃতা শুরুই করেন হিন্দি কবিতা দিয়ে, “কুছ নয়া জোড়না হোগা, কুছ পুরানা তোড়না হোগা, কুছ ইঞ্জিন বদলনে হোঙ্গে, কুছ রিপেয়ার করনে হোঙ্গে।”

শব্দ এক্সপ্রেস

রেল বাজেট তো নয় যেন শব্দের এক্সপ্রেস! ৬৭ মিনিটের বক্তৃতায় মোট ৮ হাজার ৯২৬টি শব্দ উচ্চারণ করেছেন সুরেশ প্রভু। গড় করলে দাঁড়ায় মিনিটে ১৩৩টি। বাজেটে নতুন ট্রেনের কথা ঘোষণা না করলেও ঘণ্টায় ১১০-১৩০ কিলোমিটার বেগে চলা ট্রেনগুলিকে ঘণ্টায় ১৬০ থেকে ২০০ কিলোমিটার বেগে ছোটানোর কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী। কেউ কেউ বলছেন, ট্রেনের গতি বাড়ানোর ইচ্ছাই আছে বক্তৃতায়।

যোগাসনের ক্লাস

রেলকর্মীদের মানসিক চাপ কমাতে যোগাসনের ক্লাস শুরু হবে বলে ঘোষণা করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। পাশাপাশি, রেলকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা চালু করার কথাও ঘোষণা করেছেন তিনি।

হাতির মৃত্যু রুখতে

নিউ জলপাইগুড়ি থেকে শামুকতলা রোড স্টেশন পর্যন্ত ডবল লাইনের জন্য বরাদ্দ হল ৩৯৫ কোটি টাকা। এই ডবল লাইনের কাজ সম্পূর্ণ হলে ডুয়ার্স রুটে চাপ কমবে বলে দাবি। কমবে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rail budget
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE