Advertisement
১৯ মার্চ ২০২৪

ভারতের তৈরি বাঁধের কাছে জঙ্গি হানা, হত ১০ পুলিশ

রমজান মাসের প্রথম দিক থেকেই আফগানিস্তানে জঙ্গি হামলা শুরু হয়েছে। জুনের গোড়ায় হেরাট প্রদেশে হামলা চালিয়েছিল জঙ্গিরা। গত বৃহস্পতিবার লস্কর গাহ এলাকায় একটি ব্যাঙ্কে টাকা তুলতে হাজির হয়েছিলেন অনেক মানুষ।

পুলিশ চৌকিতে হামলা চালায় কিছু জঙ্গি। দু’পক্ষের মধ্যে গুলির লড়াইও চলে। ছবি: সংগৃহীত।

পুলিশ চৌকিতে হামলা চালায় কিছু জঙ্গি। দু’পক্ষের মধ্যে গুলির লড়াইও চলে। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
কাবুল শেষ আপডেট: ২৬ জুন ২০১৭ ০৩:২৫
Share: Save:

ইদের ঠিক আগেই ফের জঙ্গি হামলা আফগানিস্তানে। এ বারের ঘটনাস্থল ছিল হেরাট প্রদেশের পুলিশ চৌকি। প্রাণ হারিয়েছেন ১০ পুলিশকর্মী।

যে এলাকায় এই জঙ্গি হামলা হয়েছে, তার কয়েক কিলোমিটার দূরেই রয়েছে সালমা বাঁধ। ভারত-আফগান বন্ধুত্বের প্রতীক এই বাঁধটি ভারতেরই তৈরি। গত বছর জুন মাসে এই বাঁধের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। হেরাট প্রদেশে প্রায় ৪২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে এই প্রকল্প। ভারতের তৈরি বাঁধের জন্যই কি এই এলাকা বেছে নিয়েছে জঙ্গিরা? সে প্রশ্নও উঠেছে। তবে বাঁধটি অবশ্য অক্ষতই রয়েছে। সালমা বাঁধ অনেক দিন ধরেই তালিবান জঙ্গিদের নিশানায় ছিল, বলছে পুলিশ। তাই এখানে সব সময় আঁটোসাঁটো পাহারার বন্দোবস্ত থাকে।

রমজান মাসের প্রথম দিক থেকেই আফগানিস্তানে জঙ্গি হামলা শুরু হয়েছে। জুনের গোড়ায় হেরাট প্রদেশে হামলা চালিয়েছিল জঙ্গিরা। গত বৃহস্পতিবার লস্কর গাহ এলাকায় একটি ব্যাঙ্কে টাকা তুলতে হাজির হয়েছিলেন অনেক মানুষ। সেখানে থিকথিকে ভিড়ের মধ্যেই আচমকা গাড়িবোমা বিস্ফোরণ হয়। তাতে নিহত হয়েছিলেন প্রায় ২৯ জন। আহত হয়েছিলেন অনেকে। তার দু’দিনের মাথায় রাতে হেরাট প্রদেশের পুলিশ চৌকিকে নিশানা করে ফের এই জঙ্গি হানা। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। পশ্চিম হেরাট প্রদেশের গভর্নরের মুখপাত্র জেলানি ফারহাদ বলেন, এই হামলায় তালিবানেরই হাত রয়েছে। এপ্রিলের শেষে তালিবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আফগানিস্তান। আর তার পর থেকেই আফগান সেনা ও পুলিশের উপরে হামলা অনেকটাই বেড়ে গিয়েছে। শনিবার রাতের ঘটনায় ওই পুলিশ চৌকিতে হামলা চালায় কিছু জঙ্গি। দু’পক্ষের মধ্যে গুলির লড়াইও চলে। নিহত হন ১০ পুলিশকর্মী। পাল্টা গুলিতে প্রাণ হারিয়েছে চার জঙ্গিও। আহত হয়েছেন কিছু পুলিশকর্মী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE