Advertisement
৩০ এপ্রিল ২০২৪
International news

ইয়াহুর ১০০ কোটি অ্যাকাউন্ট হ্যাক!

হ্যাক হয়েছে প্রায় ১০০ কোটি ইয়াহু অ্যাকাউন্ট। বিবৃতি দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করে ইয়াহু কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাকাউন্ট হোল্ডারদের নাম, ই-মেল অ্যাড্রেস, জন্ম তারিখ, ফোন নম্বর ও পাসওয়ার্ডের মতো তথ্য চুরি গিয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ১১:০৯
Share: Save:

হ্যাক হয়েছে প্রায় ১০০ কোটি ইয়াহু অ্যাকাউন্ট। বিবৃতি দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করে ইয়াহু কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাকাউন্ট হোল্ডারদের নাম, ই-মেল অ্যাড্রেস, জন্ম তারিখ, ফোন নম্বর ও পাসওয়ার্ডের মতো তথ্য চুরি গিয়েছে। তবে ডেবিট বা ক্রেডিট কার্ডের কোনও তথ্য চুরি যায়নি বলে জানিয়েছে ইয়াহু। বছর দুֹ’য়েক আগেও ইয়াহুর ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি গিয়েছিল। তবে সে ক্ষেত্রেও ক্রেডিট কার্ড সংক্রান্ত কোনও তথ্য ছিল না বলে জানিয়েছিল তারা।

ইয়াহুর অভিযোগ, কোনও একটি দেশের প্রত্যক্ষ মদতে এ কাজ করেছে হ্যাকাররা। এ বছরের অগস্টে ইয়াহুর বিরুদ্ধে একটি সম্ভাব্য বড় হ্যাকিং হামলার খবর সামনে আসে। তখন জানানো হয়েছিল ‘পিস’ নামে পরিচিত এক হ্যাকার গ্রুপ ইয়াহুর ২০ কোটি অ্যাকাউন্টের তথ্য বিক্রি করার চেষ্টা করছে।
ইয়াহু জানিয়েছে, প্রথমে মনে করা হয়েছিল ৫০ কোটি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। কিন্তু এখন বোঝা যাচ্ছে, এর পরিসর অনেকটাই বড়। ২০১৪ থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে না থাকলে সবাইকে তা বদল করতে বলেছে ইয়াহু।
যে সমস্ত অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, ইতিমধ্যেই তাদের মেল করে জানিয়েছে ইয়াহু। এর বাইরে অন্য কোনও মেল গিয়ে থাকলে তা হ্যাকারদের অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে বুঝতে হবে বলেও জানিয়েছে ইয়াহু। এছাড়া অ্যাকাউন্টের বিশদ জানতে চেয়ে কোনও মেল এলে তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইয়াহু।

আরও পড়ুন: তাল তাল সোনা, প্ল্যাটিনাম মহাকাশে! খোঁজ-তল্লাশ, খননে নামছে ৩ সংস্থা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yahoo Hack 100 crore accounts accounts hacked
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE