Advertisement
১৬ মে ২০২৪
3D printer

ফের পথে ১০৩ বছরের ভিনটেজ গাড়ি! সৌজন্যে ৩-ডি প্রিন্টার

১৯১৪। গ্রাঁ প্রি-তে অংশ নিয়েছিল এই গাড়িটি। পর পর বেশ কয়েক বছর গ্রাঁ প্রি-র ট্র্যাক কাঁপিয়ে ছুটেছিল। তার পর সময়ের সঙ্গে সঙ্গে এলো নতুন মডেল। আধুনিক হাই স্পিড গাড়িগুলি যখন গ্রাঁ প্রি-র ট্র্যাকে গোঁ গোঁ আওয়াজ তুলে দাপিয়ে বেড়াচ্ছে, তখনও কিন্তু দৌড় থামেনি ডিলেগ টাইপ এস গাড়িটির।

১০৩ বছরের ভিনটেজ গাড়ি

১০৩ বছরের ভিনটেজ গাড়ি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ১৩:২৮
Share: Save:

১৯১৪। গ্রাঁ প্রি-তে অংশ নিয়েছিল এই গাড়িটি। পর পর বেশ কয়েক বছর গ্রাঁ প্রি-র ট্র্যাক কাঁপিয়ে ছুটেছিল। তার পর সময়ের সঙ্গে সঙ্গে এলো নতুন মডেল। আধুনিক হাই স্পিড গাড়িগুলি যখন গ্রাঁ প্রি-র ট্র্যাকে গোঁ গোঁ আওয়াজ তুলে দাপিয়ে বেড়াচ্ছে, তখনও কিন্তু দৌড় থামেনি ডিলেগ টাইপ এস গাড়িটির। তখনও সে ছুটছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে শহরের রাজপথে। কিন্তু একটা সময়ের পর এই গাড়ির রক্ষণাবেক্ষণ করা আর তেমন ভাবে সম্ভব হচ্ছিল না। দেখতে দেখতে পথ চলাও বন্ধ হয়ে গেল তার।

আরও পড়ুন- লক্ষ ডলার খরচ করে বেড়িয়ে আসুন টাইটানিক

থ্রিডি প্রিন্টিংয়ের সৌজন্যে নতুন ভাবে এল এই গাড়ি

তার গ্রাঁ প্রি-তে অংশ নেওয়ার একশো বছর পেরিয়ে ২০১৪য় এই ভিনটেজ গাড়িটির মালিক মেলবোর্নের স্টুয়ার্ট মার্ডক এটিকে ফের একবার মেরামত করে পথে চালানোর সিদ্ধান্ত নেন। কিন্তু আজকাল ভিনটেজ ডিলেগ মেরামত করার মতো কারিগর পাওয়াটাও বেশ সমস্যার। শেষ পর্যন্ত মেলবোর্ন থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বে কাসলমেইন-এর একটি ওয়ার্কশপ এই ভিনটেজ গাড়িটি সারানোর দায়িত্ব নেয়। কিন্তু গাড়িটির ১৬ ভালভের জটিল ইঞ্জিনের বিকল্প খুঁজতে গিয়ে প্রথমটায় বেশ হিমশিম খেতে হয়েছিল প্রাক বিশ্বযুদ্ধকালীন মোটর এক্সপার্ট গ্রান্ট কাউইকেও। ভাঙাচোরা গাড়িটিকে প্রথমে স্ক্যান করে তার পর ৩-ডি প্রিন্টারের সাহায্যে মেরামতের কাজ শুরু করেন তিনি। শেষমেশ ৩-ডি প্রিন্টারের সাহায্য এবং গ্রান্ট কাউইর বিকল্প ব্যবস্থাতেই আজ ফের মেলবোর্নের রাস্তায় গড়গড়িয়ে চলছে ১০৩ বছর বয়সী ডিলেগ টাইপ এস গাড়িটি। গাড়িটি ফের চালাতে পেরে বেজায় খুশি এই ভিনটেজ গাড়ির মালিক স্টুয়ার্ট মার্ডক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

3D printer Grand Prix Car Delage Type-S
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE