Advertisement
২৭ এপ্রিল ২০২৪

মুক্তমনা খুনে দায় নিল আল কায়দা

গত কাল দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন দেশের প্রথম এলজিবিটি পত্রিকার সম্পাদক জুলহাশ মান্নান। আজ তার দায় নিল বাংলাদেশে আল কায়দার শাখা সংগঠন আনসার আল ইসলাম। তাঁর সঙ্গে কুপিয়ে মারা হয় বন্ধু তনয় ফাহিমকেও।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৬ ০৩:১৬
Share: Save:

গত কাল দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন দেশের প্রথম এলজিবিটি পত্রিকার সম্পাদক জুলহাশ মান্নান। আজ তার দায় নিল বাংলাদেশে আল কায়দার শাখা সংগঠন আনসার আল ইসলাম। তাঁর সঙ্গে কুপিয়ে মারা হয় বন্ধু তনয় ফাহিমকেও।

আনসার আল ইসলামের তরফে টুইটারে জানানো হয়েছে, ‘জুলহাশ এবং তনয় এ দেশের মানুষের মধ্যে সমকামিতা ছড়ানোর মতো ঘৃণ্য অপরাধ করায় আমাদের দুঃসাহসী মুজাহিদিনরা ওদের হত্যা করেছে।’ এ দিন জুলহাশ-তনয় খুনে বাংলাদেশ পুলিশ এক কলেজ ছাত্রকে আটক করেছে। তাদের দাবি, এই ঘটনায় কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পাওয়া গিয়েছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার শিবলি নোমান বলেছেন, দুষ্কৃতীদের ফেলে যাওয়া একটি ব্যাগ ও মোবাইল তাঁদের হাতে এসেছে। সোমবার ঢাকার কলাবাগানে মান্নানের ফ্ল্যাটে ক্যুরিয়ার সংস্থার কর্মী সেজে ঢুকেছিল দুষ্কৃতীরা। প্রাক্তন বিদেশমন্ত্রী দীপু মণির আত্মীয় মান্নান ঢাকায় মার্কিন দূতাবাসে কর্মরত ছিলেন। এখানকার মার্কিন দূত মার্সিয়া বার্নিক্যাট কড়া ভাষায় এই খুনের নিন্দা করে বাংলাদেশ সরকারকে দ্রুত পদক্ষেপ করতে বলেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তদন্তের নির্দেশ দিয়েছেন। বিরোধী দল বিএনপি-র সমালোচনা করে আক্রমণ করেছেন জামাতে ইসলামিকে। তাঁর কথায়, ‘‘সকলেই জানে এই সব খুনে কাদের হাত রয়েছে। বিএনপি-জামাত সংযোগের জেরেই এত ঘৃণ্য অপরাধ ঘটে চলেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE