Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ব্রেক্সিটে ‘না’, মিছিল লন্ডনে

ভিড়ের রং নীল-হলুদ। ভিড়ের প্রতীক ১২টি সোনালি তারার মালা। ভিড়ের দাবি— ইউরোপের জন্য এক হও।

•প্রতিবাদী: শনিবার লন্ডনে ব্রেক্সিট-বিরোধী মিছিলে। রয়টার্স

•প্রতিবাদী: শনিবার লন্ডনে ব্রেক্সিট-বিরোধী মিছিলে। রয়টার্স

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০২:৩৫
Share: Save:

ভিড়ের রং নীল-হলুদ। ভিড়ের প্রতীক ১২টি সোনালি তারার মালা। ভিড়ের দাবি— ইউরোপের জন্য এক হও।

শনিবার সকাল থেকে লন্ডনের রাস্তায় হাজার হাজার মানুষের ভিড়। ব্রেক্সিট-বিরোধী মিছিল শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়। কিন্তু পুলিশ এসে জমায়েতকে অনুরোধ করে, যান নিয়ন্ত্রণের সুবিধের জন্য মিছিল-অন্তত এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হোক। আসলে মিছিলে যে এত বিপুল সংখ্যক লোক আসবে, তা সকালবেলাতেই অনুমান করতে পেরেছিল পুলিশ।

ঠিক দু’দিন বাদে, ২৯ মার্চ, ব্রেক্সিট বিরোধী প্রক্রিয়া শুরু করবেন প্রধানমন্ত্রী টেরেসা মে। এই নিয়ে তিনি পার্লামেন্টের ছাড়পত্রও পেয়ে গিয়েছেন। কিন্তু দেশের বহু মানুষ যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেই থেকে যেতে চান, আজকের জমায়েত-মিছিলে তা ফের প্রমাণ হয়ে গেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Brexit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE