Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

লিবিয়ায় আটকে পড়া ভারতীয়দের দ্রুত দেশে ফেরাতে অতিরিক্ত কর্মী নিয়োগের নির্দেশ দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সোমবারই যুদ্ধবিধ্বস্ত লিবিয়া ছেড়ে ভারতীয়দের নিরাপদে দেশে ফেরার পরামর্শ দিয়েছিল নয়াদিল্লি। আটক নার্সদের ফেরাতে দিল্লিকে সক্রিয় হতে অনুরোধ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী উমেন চান্ডিও। বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ত্রিপোলিতে ভারতের তরফে ৬২ জন মধ্যস্থতাকারীর সাহায্যে যোগাযোগ রাখা হচ্ছে প্রায় পাঁচ হাজার ভারতীয় নাগরিকের সঙ্গে। লিবিয়ায় আটক সাড়ে সাতশো নার্স-সহ বাকি ভারতীয়দের দেশে ফেরাতে সাহায্য করছেন তাঁরা।

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৪ ০১:৪৩
Share: Save:

লিবিয়ায় বাড়তি কর্মী ভারতের

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

লিবিয়ায় আটকে পড়া ভারতীয়দের দ্রুত দেশে ফেরাতে অতিরিক্ত কর্মী নিয়োগের নির্দেশ দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সোমবারই যুদ্ধবিধ্বস্ত লিবিয়া ছেড়ে ভারতীয়দের নিরাপদে দেশে ফেরার পরামর্শ দিয়েছিল নয়াদিল্লি। আটক নার্সদের ফেরাতে দিল্লিকে সক্রিয় হতে অনুরোধ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী উমেন চান্ডিও। বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ত্রিপোলিতে ভারতের তরফে ৬২ জন মধ্যস্থতাকারীর সাহায্যে যোগাযোগ রাখা হচ্ছে প্রায় পাঁচ হাজার ভারতীয় নাগরিকের সঙ্গে। লিবিয়ায় আটক সাড়ে সাতশো নার্স-সহ বাকি ভারতীয়দের দেশে ফেরাতে সাহায্য করছেন তাঁরা।

চিনা থানায় জঙ্গি হানা, নিহত বহু

সংবাদ সংস্থা • বেজিং

পুলিশ স্টেশনে জঙ্গি হানায় নিহত বহু। সঠিক সংখ্যা জানাতে পারেনি প্রশাসন। আহতের সংখ্যাও এখনও অনিশ্চিত। উত্তর পশ্চিম চিনের সিনজিয়াং প্রদেশের থানাটিতে সোমবার হানা দেয় সশস্ত্র দুষ্কৃতীরা। বেপরোয়া ছুরি চালাতে থাকে তারা। সংলগ্ন সরকারি অফিসগুলিতেও হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় তিরিশটি গাড়ি। আগুন লাগিয়ে দেওয়া হয় আরও ছ’টিতে। কর্তব্যরত পুলিশকর্মীদের গুলিতে দুষ্কৃতীদলেরও বারো জনের মৃত্যু হয়। সোমবারের জঙ্গি হানায় আল কায়দার মদতপুষ্ট ‘ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট’ জঙ্গি সংগঠনটিকে দায়ী করেছে বেজিং।

জঙ্গি ভিডিও

সংবাদ সংস্থা • দামাস্কাস

একের পর এক সেনার মাথা কেটে ঝুলিয়ে রাখছে জঙ্গিরা। সম্প্রতি ইউ টিউবে এই রকম নৃশংস তিনটি ভিডিও প্রকাশ করেছে আইএসআইএস জঙ্গিরা। ভয়াবহ ঘটনাটি সিরিয়ার রেকা শহরের। যেটির দখল এখন আইএসআইএস জঙ্গিদের হাতে। চলতি মাসে সিরিয়ায় মাত্র দশ দিনে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৬০০ জন।

চিনা নেতার বিরুদ্ধে তদন্ত

চিনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন সদস্য ঝৌ ইয়ংকাং-এর বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু করবে চিন সরকার। ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর থেকে এই ধরনের কোনও শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হয়নি। অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধানও ছিলেন ঝৌ। ঝৌয়ের প্রভাবের সুযোগে তাঁর পরিবার বেআইনি পথে প্রচুর সম্পত্তি অর্জন করেছে বলে অভিযোগ। দুর্নীতির ক্ষেত্রে কাউকেই ছেড়ে কথা বলতে চান না প্রেসিডেন্ট শি জিনপিং।


ঈদের প্রার্থনা। আজেরবাইজানের রাজধানী বাকুর মসজিদে। ছবি: এএফপি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE