Advertisement
১১ মে ২০২৪

আপনার উপর দিয়ে চলে যাবে বাস, উড়ালপুল ছাড়াই

আপনি চলেছেন প্রাইভেট কারে। আপনার মাথার উপর দিয়ে হুস্ করে চলে গেল দৈত্যাকার বাস। না, মাথার উপর কোনও উড়ালপুল নেই। আস্ত একটা বিশাল বাসের তলা দিয়েই স্বচ্ছন্দে যাতায়াত করছে রাস্তার সব গাড়িঘোড়া। তবে এ বাস চলবে ট্রাম বা ট্রেনের মতো লাইন বেয়ে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ মে ২০১৬ ১২:৩৫
Share: Save:

আপনি চলেছেন প্রাইভেট কারে। আপনার মাথার উপর দিয়ে হুস্ করে চলে গেল দৈত্যাকার বাস। না, মাথার উপর কোনও উড়ালপুল নেই। আস্ত একটা বিশাল বাসের তলা দিয়েই স্বচ্ছন্দে যাতায়াত করছে রাস্তার সব গাড়িঘোড়া। তবে এ বাস চলবে ট্রাম বা ট্রেনের মতো লাইন বেয়ে। আনুষ্ঠানিক নাম ট্রানজিট এলিভেটেড বাস।

গতকালই ১৯ তম বেজিং হাইটেক এক্সপো-তে এমনই অদ্ভুতুড়ে বাসের মডেল সামনে এনেছে চিন। উদ্দেশ্য? ট্রাফিক জ্যাম সামাল দিয়ে শহরকে গতিশীল রাখা। ১২০০ যাত্রীকে একসঙ্গে গন্তব্যে পৌঁছে দিতে পারবে এই বাসটি। যার এক তলাটাই নেই। বাসটিকে এমন ভাবেই ডিজাইন করা হয়েছে যাতে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়লেও পিছনের গাড়িগুলিকে কখনও থমকে যেতে না হয়। নীচটা ফাঁকা থাকায় সেখান দিয়েই অন্য গাড়ি গলে যেতে পারবে। তবে এখনই চিনে গেলে কিন্তু এই বাসে চড়তে পারবেন না। প্রজেক্টের দায়িত্বে থাকা এক ইঞ্জনিয়ার জানান, এই প্রস্তাব রূপায়িত হতে কম করে এক বছর সময় লাগবে। বাসটির উচ্চতাও সাধারণ বাসের তুলনায় অনেকটাই বেশি হবে। তা না হলে নীচ দিয়ে বড় গাড়ি যাওয়ার সময় সমস্যা হতে পারে। পাশাপাশি অনেক রাস্তাতেই ফ্লাইওভার এবং ফুটব্রিজ থাকায় চিনের সমস্ত রাস্তায় বাসটি চালানো নাও যেতে পারে বলে তিনি জানান।

দেখুন ভিডিও:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

elevated bus china bus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE