Advertisement
০৪ মে ২০২৪
Chinese Tourist

লক্ষ টাকার ব্রেসলেট ভেঙে জ্ঞান হারালেন মহিলা

কপাল মন্দ। হাত ফসকে ব্রেসলেট মাটিতে। মুহূর্তে ভেঙে চুরমার। ধাক্কাটা এল ঠিক এর পরেই। ব্রেসলেট ভাঙতে দেখে তখন রাগে গজরাচ্ছেন দোকানদার।

এই ধরনের একটি জেড ব্রেসলেট ভেঙেই জ্ঞান হারান মহিলা। ছবি- সংগৃহীত

এই ধরনের একটি জেড ব্রেসলেট ভেঙেই জ্ঞান হারান মহিলা। ছবি- সংগৃহীত

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ১১:১২
Share: Save:

একের পর এক দোকান ঘুরে কেনাকাটা করছিলেন এক মহিলা পর্যটক। ঘুরতে ঘুরতেই দোকানে রাখা একটি ব্রেসলেটের দিকে চোখ যায় তাঁর। আগ্রহ ভরে সবুজ রঙা জেড ব্রেসলেটটি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলেন। ভাবছিলেন, দামে পোষালে কিনে নেবেন। কিন্তু কপাল মন্দ। হাত ফসকে ব্রেসলেট মাটিতে। মুহূর্তে ভেঙে চুরমার। ধাক্কাটা এল ঠিক এর পরেই। ব্রেসলেট ভাঙতে দেখে তখন রাগে গজরাচ্ছেন দোকানদার। গম্ভীর স্বরে জানালেন, ব্রেসলেটটির দাম ৪৪ হাজার ডলার। ভারতীয় টাকায় হিসেব করলে প্রায় ২৮ লক্ষ ৫১ হাজার টাকা। ক্ষতিপূরণ বাবদ ওই টাকা মহিলাকে মিটিয়ে দিতে বলেন দোকানদার। ওই পরিমাণ টাকা ক্ষতিপূরণ দিতে হবে শুনে তৎক্ষনাৎ জ্ঞান হারান মহিলা।

আরও পড়ুন- ‘ছোলার ডাল’ এ বার অক্সফোর্ড অভিধানে

ঘটনাটি চিনের ইউনান প্রদেশের। দোকানদার লিন ওয়েই জানিয়েছেন, ওই মহিলা পর্যটক খুব তাড়াহুড়ো করছিলেন। আর সেই জন্যই বহু মূল্য ব্রেসলেটটি তাঁর হাত ফসকে পড়ে যায়। তখনও সেটির দাম জানতেন না ওই মহিলা। দাম শোনার পর আতঙ্কে জ্ঞান হারান তিনি।

প্রাথমিক চিকিৎসার পরে ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর পরিবারের আর্থিক অবস্থার কথা চিন্তা করে ক্ষতিপূরণের পরিমাণ কমাতে রাজি হয়েছেন লিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE