Advertisement
০২ মে ২০২৪
USA

আমেরিকায় ফল ঘোষণা শুরু, নিউ হ্যাম্পশায়ারে এগিয়ে রয়েছেন ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শুরু হয়ে গেল আমেরিকায়। নিউ হ্যাম্পশায়ারের তিনটি এলাকায় গণনা শেষ। দু’টিতেই এগিয়ে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টন। একটি এলাকায় এগিয়ে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, মোট ভোটের হিসেবে ট্রাম্প পিছনে ফেলে দিয়েছেন হিলারিকে।

ডিক্সভিল নচ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ। এই এলাকাতে ট্রাম্পকে ২ ভোটে পিছনে ফেলেছেন হিলারি। ছবি: এএফপি।

ডিক্সভিল নচ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ। এই এলাকাতে ট্রাম্পকে ২ ভোটে পিছনে ফেলেছেন হিলারি। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ১৬:৫৩
Share: Save:

প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শুরু হয়ে গেল আমেরিকায়। নিউ হ্যাম্পশায়ারের তিনটি এলাকায় গণনা শেষ। দু’টিতেই এগিয়ে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টন। একটি এলাকায় এগিয়ে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, মোট ভোটের হিসেবে ট্রাম্প পিছনে ফেলে দিয়েছেন হিলারিকে।

নিউ হ্যাম্পশায়ার প্রদেশের ছোট্ট এলাকা ডিক্সভিল নচ-এর ভোটের ফল সর্বাগ্রে ঘোষিত হয়েছে। আমেরিকার নির্বাচনে সর্বদাই ডিক্সভিল নচ-এর ভোটের ফল সর্বাগ্রে ঘোষিত হয়। ২০১০ সালের জনগণনা অনুযায়ী ডিক্সভিল নচ-এর জনসংখ্যা ছিল মাত্র ১২। অর্থাৎ ভোটদাতার সংখ্যা আরও কম। ভোটদাতার সংখ্যা এত কম হওয়ার কারণেই ডিক্সভিল নচ-এর ভোটগণনা সর্বাগ্রে শেষ হয়ে যায়। এ বারের নির্বাচনে ডিক্সভিল নচ-এ ৭টি ভোট পড়েছে। ৪টি ভোট পেয়েছেন হিলারি, ২টি পেয়েছেন ট্রাম্প। লিবার্টেরিয়ান পার্টির প্রার্থী গ্রে জনসন পেয়েছেন ১টি ভোট।

ভোটগণনার এই প্রথম দফার ফল প্রকাশিত হতেই হিলারি ট্রাম্পের চেয়ে ২ ভোটে এগিয়ে যান। এর পর পর ওই প্রদেশেরই হার্ট’স লোকেশন এলাকায় গিয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেন হিলারি ক্লিন্টন। হার্ট’স লোকেশনে হিলারি ১৭টি ভোট পেয়েচেন। ট্রাম্প পেয়েছেন ১৪টি। ফলে হিলারির এগিয়ে থাকার ব্যবধান ২ থেকে বেড়ে ৫-এ পৌঁছে যায়। কিন্তু মিলসফিল্ড এলাকার গণনার ফল প্রকাশিত হতেই পিছিয়ে পড়েছেন হিলারি। মিলসফিল্ডে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬টি ভোট। হিলারি ক্লিন্টন পেয়েছেন মাত্র ৪টি। ফলে তিনটির মধ্যে দু’টি এলাকায় এগিয়ে যাওয়া সত্ত্বেও হিলারি ক্লিন্টনের মোট ভোট এখনও পর্যন্ত ২৫। ডোনাল্ড ট্রাম্পের মোট ভোট ৩২।

নিউ হ্যাম্পশায়ার প্রদেশের আইন অনুযায়ী, সে রাজ্যের যে সব ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা ১০০-র কম, সেখানে মধ্যরাতেই ভোটগ্রহণ করে নেওয়া যায় এবং গণনাও সেরে ফেলা যায়। সই রকমই কয়েকটি এলাকায় ভোটগ্রহণ হয়েছে। নিউ হ্যাম্পশায়ারের অন্যান্য এলাকায় ভোটগ্রহণ তখনও হয়নি। তাই ওই প্রদেশে কে জিততে চলেছেন, তা এই তিনটি ছোট ছোট এলাকার ভোটগণনার ফল দেখে আঁচ করা একেবারেই সম্ভব নয়। ডিক্সভিল নচ, হার্ট’স লোকেশন, মিলফিল্ডের ফলাফল দেখে গোটা আমেরিকার ফলাফলের আঁচ পাওয়া আরও অসম্ভব। তবু ভোটগণনার একেবারে প্রারম্ভিক গতিবিধি বলছে, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ডেমোক্র্যাটিক পার্টির হিলারি ক্লিন্টনের চেয়ে ৭ ভোটে এগিয়ে রয়েছেন।

নিউ হ্যাম্পশায়ার প্রদেশের ইলেক্টোরাল কলেজে মোট নির্বাচক সংখ্যা ৪। এই প্রদেশের ভোট গণনায় এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যে ভাবে এগিয়ে রয়েছেন, সেই ধারা বজায় রেখে ট্রাম্প যদি এই প্রদেশে পিছনে ফেলে দিতে পারেন হিলারিকে, তা হলে নিউ হ্যাম্পশায়ার ইলেক্টোরাল কলেজের চারটি ভোটই ট্রাম্পের ঝুলিতে চলে যাবে।

আরও পড়ুন: বেনজির তিক্ততার ভোট, ভয় দেখানোর অভিযোগ, তাও দীর্ঘ লাইনে ভোটাররা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE