Advertisement
০৯ মে ২০২৪

‘লাদেন’ আখ্যা দিয়ে আমেরিকায় হামলা শিখ ধর্মাবলম্বীর উপর

আমেরিকায় ফের হামলার শিকার হলেন এক শিখ ধর্মাবলম্বী। অভিশপ্ত ৯/১১-এর ঠিক আগে যা নিয়ে চিন্তিত মার্কিন প্রশাসনও। দিন দু’য়েক আগে শিকাগোর বাসিন্দা ইন্দ্রজিত্ সিংহ মুক্কেরের উপর হামলা চালায় স্থানীয় এক বাসিন্দা।

আহত মুক্কের। ছবি: টুইটার।

আহত মুক্কের। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৬
Share: Save:

আমেরিকায় ফের হামলার শিকার হলেন এক শিখ ধর্মাবলম্বী। অভিশপ্ত ৯/১১-এর ঠিক আগে যা নিয়ে চিন্তিত মার্কিন প্রশাসনও।

দিন দু’য়েক আগে শিকাগোর বাসিন্দা ইন্দ্রজিত্ সিংহ মুক্কেরের উপর হামলা চালায় স্থানীয় এক বাসিন্দা। মুক্কের নিজেও মার্কিন নাগরিক। তাঁকে ‘জঙ্গি’ এবং ‘লাদেন’ বলার পাশাপাশি দেশে ফিরে যাওয়ার হুমকিও দেওয়া হয়। হামলার জেরে ঘটনাস্থলেই জ্ঞান হারান মুক্কের। তাঁকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। প্রশাসনের তত্পরতায় কিছু ক্ষণের মধ্যেই ধরা পড়ে ওই দুষ্কৃতী।

ঘটনার নিন্দা করার পাশাপাশি প্রশাসনিক তত্পরতারও প্রশংসা করেছেন মুক্কের-সহ একাধিক শিখ সংগঠন। বলেন, “প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞ। তবে আমেরিকায় শিখদের উপর বেড়ে চলা হামলার ঘটনায় বেশ চিন্তিত।”

মুক্কেরের উপর হামলায় ক্ষোভ প্রকাশ করেছে শিখ কোয়ালিশনও। আমেরিকায় শিখেদের এই সংগঠনটির মতে, পরিকল্পনা করেই হামলা করা হয়েছে মুক্কেরের উপর। তাদের এক মুখপাত্র বলেন, “শিখদের উপর হামলার ঘটনা বেড়েই চলেছে। ৯/১১-এর আগে এই ধরনের হামলা যথেষ্ট উদ্বেগের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসনও ”

মাস খানেক আগেও একই ভাবে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে খুন করা হয় নিউ ইয়র্কের বাসিন্দা সন্দীপ সিংহকে। এর কয়েক মাস আগে হামলা হয় এক শিখ ডাক্তার এবং এক অধ্যাপকের উপরেও। বছর তিনেক আগে একটি গুরুদ্বারে বন্দুকবাজের হামলার ঘটনাও বেশ টাটকা। এরই মধ্যে ফের এই হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে শিখ সম্প্রদায়ের মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE