Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Guangzhou

যুবকের মলদ্বার থেকে বেরল আস্ত একটা কাঁচের গ্লাস!

গ্লাসটি লম্বায় প্রায় ৩.২ ইঞ্চি এবং চওড়ায় ২.৮ ইঞ্চি। হ্যাঁ, পাড়ার মোড়ে চায়ের দোকানের কাঁচের গ্লাসের মাপের একটি গ্লাস ঢুকে ছিল যুবকের মলদ্বারে!

এক্স-রেতে ধরা পড়ল গ্লাসের ছবি।

এক্স-রেতে ধরা পড়ল গ্লাসের ছবি।

সংবাদ সংস্থা
গুয়াংঝৌ শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৭ ১২:৫৩
Share: Save:

রাত তখন ২টো। পেটে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসা হয় বছর তেত্রিশের যুবককে। যন্ত্রণার চোটে যুবক বসতে পর্যন্ত পারছিলেন না। যন্ত্রণার কারণ খুঁজতে গিয়ে চিকিত্সকরা এক্স-রে করে যা দেখলেন, তাতে তাঁদের চক্ষু চড়কগাছ! তাঁরা দেখেন যুবকের মলদ্বারে আটকে রয়েছে একটা গোটা গ্লাস! একটুও দেরি না করে অস্ত্রোপচার করা হয় যুবকের। বের করা হয় একটি আস্ত কাঁচের গ্লাস। গ্লাসটি লম্বায় প্রায় ৩.২ ইঞ্চি এবং চওড়ায় ২.৮ ইঞ্চি। হ্যাঁ, পাড়ার মোড়ে চায়ের দোকানের কাঁচের গ্লাসের মাপের একটি গ্লাস ঢুকে ছিল যুবকের মলদ্বারে!

আরও পড়ুন: ১১ জনকে বিয়ে করে প্রচুর টাকা নিয়ে চম্পট এই তরুণী

আরও পড়ুন: নিজেদের নামের জন্যই মুষড়ে পড়লেন এই দম্পতি

বিচিত্র এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিনের গুয়াংঝৌর একটি হাসপাতালে। চিকিত্সকেরা জানিয়েছেন, গ্লাসটি বের করা হলেও ওই যুবকের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে আরও বেশ ক’টা দিন সময় লাগবে। চিকিত্সকরা যুবকের সঙ্গে কথা বলে জানতে পারেন যে, হাসপাতালে আসার আগে দু’ দিন এই অবস্থাতেই কাটান তিনি। শেষমেশ আর না পেরে ছুটে আসেন হাসপাতালে। তবে কী ভাবে ওই গ্লাসটি তাঁর মলদ্বারে ঢুকেছিল, তা হাজার প্রশ্নের পরও বলেননি ওই যুবক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE