Advertisement
২৭ এপ্রিল ২০২৪
International News

সুন্দর পিচাই কত টাকা বেতন পান জানেন?

মাত্র এক বছরেই বেতন বেড়ে দ্বিগুণ হল গুগলের সিইও সুন্দর পিচাইয়ের। গত বছর অর্থাৎ ২০১৬ সালে সব মিলিয়ে তিনি পেয়েছিলেন ২০ কোটি ডলার। এর মধ্যে বেতন বাবদ ছিল সাড় ছ’লক্ষ ডলার। অন্য দিকে ২০১৫-তে তাঁর শুধুমাত্র বেতনের পরিমাণ ছিল ৬৫২,৫০০ ডলার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ১৭:২৮
Share: Save:

মাত্র এক বছরেই বেতন বেড়ে দ্বিগুণ হল গুগলের সিইও সুন্দর পিচাইয়ের। গত বছর অর্থাৎ ২০১৬ সালে সব মিলিয়ে তিনি পেয়েছিলেন ২০ কোটি ডলার। এর মধ্যে বেতন বাবদ ছিল সাড় ছ’লক্ষ ডলার। অন্য দিকে ২০১৫-তে তাঁর শুধুমাত্র বেতনের পরিমাণ ছিল ৬৫২,৫০০ ডলার। সে দিক থেকে দেখতে গেলে ২০১৫-র তুলনায় ২০১৬-তে বেতনের অঙ্কটা সামান্য হলেও কমেছিল। কিন্তু সংস্থার লভ্যাংশ থেকে পাওয়া আয় যোগ হয়ে অনেক পিছনে ফেলে দিলেন ২০১৫ সালের আয়কে। প্রায় দ্বিগুণ রোজগার করলেন ভারতীয় বংশদ্ভূত সুন্দর।

২০১৫-তে যেখানে গুগলের লভ্যাংশ থেকে ৯ কোটি ৯৮ লক্ষ ডলার পেয়েছিলেন সুন্দর পিচাই, গত বছর সেই পরিমাণটাই গিয়ে দাঁড়ায় ১৯ কোটি ৮৭ লক্ষে। অর্থাৎ এক বছরেই আয়ের অঙ্কটা প্রায় দ্বিগুণ হয়ে যায়। গুগলের কম্পেনসেশন কমিটির তরফে জানানো হয়েছে, পিচাইয়ের হাত ধরে কোম্পানি প্রচুর সফল প্রজেক্ট লঞ্চ করেছে। শুধু তাই নয়, ইউটিউব বিজনেস এবং কোর অ্যাডভাইসিং, মেশিন লার্নিং, হার্ডওয়্যার এবং ক্লাউড কম্পিউটিংয়েও প্রচুর উন্নতি হয়েছে তাঁর হাত ধরে।

পাশাপাশি শুধুমাত্র ২০১৬তেই গুগল নতুন স্মার্টফোন, রিয়্যালটি হেডসেট, রাউটার, ভয়েস কন্ট্রোলড স্মার্ট স্পিকারের মতো একাধিক প্রডাক্ট এনেছে বাজারে। তার মধ্যে শুধু হার্ডওয়্যার এবং ক্লাউড সার্ভিসেই গত তিন মাসে গুগল আয় করেছে ৩১০ কোটি ডলার। যা কী না গত বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sundar Pichai Google Salary
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE