Advertisement
০১ মে ২০২৪
International News

আর মাটিতে নয়, এ বার তৈরি হবে ঝুলন্ত অট্টালিকা!

আর মাটিতে নয়, এ বার ঝুলন্ত অট্টালিকা বানানোর পরিকল্পনা করছে নিউইয়র্কের একটি সংস্থা। এক বার ভাবুন তো, আকাশ থেকে বিশাল একটা অট্টালিকা ঝুলছে, অনেকটা পেন্ডুলামের মতো! হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও তেমনই পরিকল্পনা করছে সংস্থাটি।

এই সেই পরিকল্পিত অট্টালিকা। ছবি: সংগৃহীত।

এই সেই পরিকল্পিত অট্টালিকা। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১৭:১৩
Share: Save:

আর মাটিতে নয়, এ বার ঝুলন্ত অট্টালিকা বানানোর পরিকল্পনা করছে নিউইয়র্কের একটি সংস্থা।

এক বার ভাবুন তো, আকাশ থেকে বিশাল একটা অট্টালিকা ঝুলছে, অনেকটা পেন্ডুলামের মতো! হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও তেমনই পরিকল্পনা করছে সংস্থাটি।

কী ভাবে তৈরি হবে এই অট্টালিকা?

সংস্থাটি জানিয়েছে, একটি অ্যাস্টারয়েডকে পৃথিবীর কক্ষপথে আনা হবে। সেই অ্যাস্টারয়েডে অসংখ্য কেবলের মাধ্যমে অট্টালিকাটি ঝুলবে। অট্টালিকাটির নাম দেওয়া হবে অ্যানালেম্মা টাওয়ার।

আরও পড়ুন: অনেক লড়াইয়ের পর ইনিই দেশের প্রথম ট্রান্সজেন্ডার পুলিশ অফিসার

নাসা অ্যাস্টারয়েড রিডাইরেক্ট মিশন-এ স্থির করা হয়েছে যে, অ্যাস্টারয়েড থেকে একটা বোল্ডার নিয়ে এসে চাঁদের কক্ষপথে ছেড়ে দেবে। এই ইঞ্জিনিয়ারিং সংস্থাটিও সে রকম পরিকল্পনা করছে। অট্টালিকাকে ঝোলানোর জন্য অ্যাস্টারয়েডকে কাজে লাগাবে। অ্যানালেম্মা টাওয়ারটি তৈরি করা হবে কার্বন ফাইবার ও অ্যালুমিনিয়াম দিয়ে। বিদ্যুতের জন্য থাকবে অসংখ্য সোলার প্যানেল। সরাসরি সূর্য থেকে শক্তি সংগ্রহ করে তার মাধ্যমে আলো জ্বালানো হবে। জলের জন্য মেঘকে কাজে লাগানো হবে। জলভরা মেঘ থেকে জল সরাসরি সংগ্রহ করে নেওয়া হবে।


এই ভাবে অ্যাস্টারয়েডের সঙ্গে কেবলের মাধ্যমে ঝুলবে অট্টালিকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Alemma Tower Asteroid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE