Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International News

ট্রাম্পকে বশ মানাবেন আগুন দিয়েই, পাল্টা হুঁশিয়ারি কিমের

দু’দিন আগেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার মঞ্চে দাঁড়িয়ে কিমকে সরাসরি হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করলে কার্যত ধ্বংস করে দিতে পারেন উত্তর কোরিয়াকে।

কিম জং উন। ছবি: রয়টার্স।

কিম জং উন। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৫২
Share: Save:

‘মানসিক ভাবে অসুস্থ’ ট্রাম্পকে কী ভাবে বশে রাখতে হয় তা জানা আছে। তাঁকে বশ করবেন আগুন দিয়েই। সাধারণ সভার মঞ্চ থেকে দেওয়া ট্রাম্পের হুঁশিয়ারিকে এ ভাবেই পাল্টা চ্যালেঞ্জ জানালেন কিম জং উন। পাশাপাশি কিম এটাও জানান, ট্রাম্পকে তাঁর মন্তব্যের জবাব কী ভাবে দিতে হয় সেটারও ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন তিনি। ট্রাম্প হয়তো কিছু একটা আশা করছেন, কিন্তু প্রত্যুত্তরে যা পাবেন তা তাঁর ধারণার বাইরে।

আরও পড়ুন: পাকিস্তানেই রয়েছেন ডন, জেরায় স্বীকার দাউদের ভাই ইকবাল কাসকরের

আরও পড়ুন: দেশে ফিরতে মরিয়া দাউদ কেন্দ্রের দ্বারস্থ, দাবি রাজ ঠাকরের

দু’দিন আগেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার মঞ্চে দাঁড়িয়ে কিমকে সরাসরি হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করলে কার্যত ধ্বংস করে দিতে পারেন উত্তর কোরিয়াকে। এমনকী কিমকে ‘রকেট ম্যান’ বলে কটাক্ষ করে তিনি বলেছিলেন, “উনি তো আত্মহত্যার পথে হাঁটছেন!” বস্তুত কয়েক মাস ধরে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আমেরিকাকে চ্যালেঞ্জের মুখে রেখেছেন উত্তর কোরিয়ার প্রেসি়ডেন্ট কিম জং উন। খুব সম্প্রতি শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা সেরে ফেলেছেন কিম। তাঁর এক একটি ক্ষেপণাস্ত্রের পাল্লা যত ভারী হয়েছে, ততই সুর চড়েছে কিমের। উত্তর কোরিয়ায় বসে আমেরিকার বিভিন্ন শহরকে ধ্বংস করার হুমকি দিয়ে গিয়েছেন তিনি। মাস কয়েক আগে প্রশান্ত মহাসাগরীয় মার্কিন দ্বীপ গুয়ামকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন কিম। জবাব দিয়েছিলেন ট্রাম্পও। উত্তর কোরিয়ার উপর একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। কিন্তু তাতেও লাভ হয়নি। আবারও নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার কথা ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ। বিশ্বের সব দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিন্ন করার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প। তবে এই নিষেধাজ্ঞাও যে কিমকে কতটা দমাতে পারবে সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE