Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Ice House in New york news

নিউইয়র্কে বরফে ঢাকা পড়ল গোটা বাড়ি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তখন শনশন করে বইছে ঠান্ডা বরুফে হাওয়া। তুষারপাতে জবুথবু গোটা এলাকা। সেই ঘন তুষারে সেখানকার একটি বাড়ি সম্পূর্ণ ঢাকা পড়ে গিয়েছিল। আর সেই ছবি নিয়েই যত আলোচনা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ১৮:১৯
Share: Save:

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তখন শনশন করে বইছে ঠান্ডা বরুফে হাওয়া। তুষারপাতে জবুথবু গোটা এলাকা। সেই ঘন তুষারে সেখানকার একটি বাড়ি সম্পূর্ণ ঢাকা পড়ে গিয়েছিল। আর সেই ছবি নিয়েই যত আলোচনা।

লেক অন্টারিওর তীরে অবস্থিত একটি বাড়ি যখন কনকনে হাওয়ায় বিদ্ধ হচ্ছিল, জন কুকো নামে স্থানীয় এক চিত্রগ্রাহক সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পুরো বাড়িটিই ছিল বরফের আস্তরনের নীচে। বাড়ির ছবিগুলি দেখে অনেকে বিশ্বাস করতে পারছিলেন না, ভাবছিলেন ছবিগুলো হয়তো আসল নয়।

জন কুকো বলেন, ‘‘অনেকে ওই ছবি দেখে ভেবেছে তিনি বোধহয় ওই বাড়ির উপর কোনও ধরনের ফেনা ছড়িয়ে দিয়েছিলেন।’’

আরও পড়ুন: সিরিয়ায় শিশুদের জন্য ভয়াবহ ২০১৬, জানাচ্ছে ইউনিসেফ রিপোর্ট

কুকো তাঁর ছবির বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্য বরফে ঢাকা বাড়িটির ভিডিও তুলে ফের অনলাইনে পোস্ট করেন। ছবিতে দেখা গিয়েছে, ওই বাড়িটির পাশের বাড়িগুলির গায়ে কোনও বরফ নেই। কুকো জানিয়েছেন পাশের বাড়িগুলির গায়ে যাতে বরফ না জমে, এমন ভাবেই দেওয়ালগুলি তৈরি করা হয়েছে কিন্তু এই বাড়িটির প্রস্তুতশৈলী এক্কেবারে ভিন্ন ধরনের। এই জন্যই শুধুমাত্র ওই নির্দিষ্ট বাড়িটি পুরু বরফে ঢেকে গিয়েছিল।

বাড়িটি ঢেকে গিয়েছে পুরু বরফে। ছবি: ফেসবুকের সৌজন্যে।

কুকো একজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে বরফে ঢাকা বাড়িটির খবর পেয়েছিলেন। আর ছবি তোলার জন্যই সূর্যোদয়ের আগেই সেখানে গিয়ে পৌঁছে যান তিনি।

গত সপ্তাহ থেকেই নিউইয়র্কে হিমশীল বায়ুপ্রবাহ চলছে। মঙ্গলবার স্থানীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা থেকে উপকূলীয় এলাকায় তুষারপাত শুরু হয়। এর সঙ্গে তাপমাত্রা দ্রুত হারে কমতে শুরু করেছে। শহরে যাতে বরফ না জমাট বাঁধতে পারে, সে জন্য ৬৮৯টি নুন ছড়ানো গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

(_)

(_)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ice House New York Frozen House Ice
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE