Advertisement
০৫ মে ২০২৪
International News

মোদীর মার্কিন সফরে ভারতের লাভই দেখছে চিন

চিনের সরকারি সংবাদ সংস্থা ‘জিনহুয়া’র বিশ্লেষণ, যে আশা নিয়ে আমেরিকায় গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী, তার চেয়ে অনেক বেশি তিনি আদায় করে নিতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। প্রত্যাশার চেয়ে ভারতের প্রাপ্তি বেশি হয়েছে। তা সে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের অঙ্গীকার আদায় করা থেকে শুরু করে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, সব ক্ষেত্রেই।

মোদী ও ট্রাম্প।- ফাইল চিত্র।

মোদী ও ট্রাম্প।- ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ জুন ২০১৭ ১৯:২৮
Share: Save:

ট্রাম্পের সঙ্গে মোলাকাতটা মোদীর ট্রাম্প-কার্ড হয়ে গেল বলে মনে করছে চিন।

চিনের সরকারি সংবাদ সংস্থা ‘জিনহুয়া’র বিশ্লেষণ, যে আশা নিয়ে আমেরিকায় গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী, তার চেয়ে অনেক বেশি তিনি আদায় করে নিতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। প্রত্যাশার চেয়ে ভারতের প্রাপ্তি বেশি হয়েছে। তা সে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের অঙ্গীকার আদায় করা থেকে শুরু করে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, সব ক্ষেত্রেই।

জানুয়ারিতে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর মুখোমুখি বৈঠক হল। চিনা সংবাদ সংস্থার মতে, তার পরেও নিছক আলাপ-পরিচয়, সৌজন্য বিনিময়ের গণ্ডী ছাপিয়ে গিয়েছে ওই বৈঠক। ‘জিনহুয়া’ লিখেছে, ‘‘আলাপ-পরিচয়ের গণ্ডী ছাড়িয়ে দু’টি দেশই (ভারত ও আমেরিকা) অনেক কিছু আদায় করে নিতে পেরেছে। বিষয়টা কিছুটা অবিশ্বাস্য লাগতে পারে, কারণ মাসখানেক আগেই প্যারিস জলবায়ু চুক্তি ছেড়ে বেরিয়ে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে দায়ী করেছিলেন। ট্রাম্পের বক্তব্য ছিল, প্যারিস চুক্তি বাস্তবায়নের জন্য ভারত টাকা চেয়েছে।’’

চিনা সংবাদ সংস্থার মতে, দু’দেশের মধ্যে মাসখানেক আগেকার সেই টানপড়েনের পর ট্রাম্পের সঙ্গে মোলাকাতে ভারতের জন্য বেশি কিছু আদায় করার আশা ছিল না মোদীর। প্রত্যাশা কমই ছিল ভারতের প্রধানমন্ত্রীর। কিন্তু প্রাপ্তিটা বেশিই হয়েছে ভারতের। কারণ, মোদী নতুন মার্কিন প্রশাসনের আস্থা অর্জন করতে পেরেছেন।

আরও পড়ুন- গো-ভক্তির নামে মানুষ খুন কিছুতেই মেনে নেওয়া যায় না: প্রধানমন্ত্রী

প্রাপ্তিটা কী ভাবে হয়েছে ভারতের, তাও সবিস্তারে জানিয়েছে ‘জিনহুয়া’। চিনের সরকারি সংবাদ সংস্থা লিখেছে, ‘‘ট্রাম্প স্পষ্টই পাকিস্তানকে বলেছেন, তার ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে হবে, ২৬/১১-র মুম্বই হামলা, পঠানকোট হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে। এটা ভারতের পক্ষে বড় জয় হয়েছে। তা ছাড়াও মোদীর সফরের আগেই ভারতকে প্রিডেটর ড্রোন বিক্রির সিদ্ধান্ত ঘোষণা করে মার্কিন প্রশাসন বুঝিয়ে দিয়েছে, তারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করে তুলতে চায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE